CBI reaches RG Kar hospital: আরজি করে পৌঁছেই সোজা চারতলার সেমিনার রুমে সিবিআই-এর তদন্তকারীরা, সঙ্গে ফরেন্সিক দল

Last Updated:

গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷

কলকাতা: চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে আরজি কর হাসপাতালে পৌঁছল সিবিআই-এর তদন্তকারী দল৷ আজ বিকেল চারটের কিছু আগে আরজি কর হাসপাতালে যান সিবিআই-এর আধিকারিকরা৷ তাঁদের সঙ্গে রয়েছেন দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা৷
গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ এ দিন সকালেই দিল্লি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ সহ সিবিআই-এর দল কলকাতায় পৌঁছয়৷ তার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনায় ধৃত সঞ্জয় রাইকে সিবিআই-এর হাতে তুলে দেয় কলকাতা পুলিশ৷
advertisement
advertisement
এ দিন আরজি কর হাসপাতালে পৌঁছেই চারতলার সেমিনার রুমে পৌঁছন তদন্তকারীরা৷ গত শুক্রবার সকালে এই সেমিনার রুম থেকেই উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়া ওই তরুণী চিকিৎসকের দেহ৷
গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, হাইকোর্টের নজরদারিতেই সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্ত চালাতে হবে৷ তদন্তের অগ্রগতি সম্পর্কেও নিয়মিত হাইকোর্টে রিপোর্ট দিতে হবে৷ আদালতের নির্দেশ মতোই সিবিআই-এর হাতে গতকাল কেস ডায়েরি তুলে দেয় কলকাতা পুলিশ৷ আজ বাকি নথি এবং তথ্যপ্রমাণও সিবিআইকে দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI reaches RG Kar hospital: আরজি করে পৌঁছেই সোজা চারতলার সেমিনার রুমে সিবিআই-এর তদন্তকারীরা, সঙ্গে ফরেন্সিক দল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement