CBI reaches RG Kar hospital: আরজি করে পৌঁছেই সোজা চারতলার সেমিনার রুমে সিবিআই-এর তদন্তকারীরা, সঙ্গে ফরেন্সিক দল

Last Updated:

গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷

কলকাতা: চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলার তদন্তে আরজি কর হাসপাতালে পৌঁছল সিবিআই-এর তদন্তকারী দল৷ আজ বিকেল চারটের কিছু আগে আরজি কর হাসপাতালে যান সিবিআই-এর আধিকারিকরা৷ তাঁদের সঙ্গে রয়েছেন দিল্লির সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা৷
গতকালই কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিবিআই৷ এ দিন সকালেই দিল্লি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ সহ সিবিআই-এর দল কলকাতায় পৌঁছয়৷ তার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনায় ধৃত সঞ্জয় রাইকে সিবিআই-এর হাতে তুলে দেয় কলকাতা পুলিশ৷
advertisement
advertisement
এ দিন আরজি কর হাসপাতালে পৌঁছেই চারতলার সেমিনার রুমে পৌঁছন তদন্তকারীরা৷ গত শুক্রবার সকালে এই সেমিনার রুম থেকেই উদ্ধার হয়েছিল ডাক্তারি পড়ুয়া ওই তরুণী চিকিৎসকের দেহ৷
গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, হাইকোর্টের নজরদারিতেই সিবিআইকে আরজি কর কাণ্ডের তদন্ত চালাতে হবে৷ তদন্তের অগ্রগতি সম্পর্কেও নিয়মিত হাইকোর্টে রিপোর্ট দিতে হবে৷ আদালতের নির্দেশ মতোই সিবিআই-এর হাতে গতকাল কেস ডায়েরি তুলে দেয় কলকাতা পুলিশ৷ আজ বাকি নথি এবং তথ্যপ্রমাণও সিবিআইকে দেওয়া হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CBI reaches RG Kar hospital: আরজি করে পৌঁছেই সোজা চারতলার সেমিনার রুমে সিবিআই-এর তদন্তকারীরা, সঙ্গে ফরেন্সিক দল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement