Jalpaiguri News: তিস্তা পেরিয়ে ইংরেজরা ছুটে আসতেন এই ক্লাবে, তারপরই রাতভর চলত...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: উনিশ শতকের শেষভাগে প্রতিষ্ঠিত জলপাইগুড়ি ক্লাব ছিল ব্রিটিশদের বিলাসবহুল বিনোদন কেন্দ্র। একসময় তিস্তা পেরিয়ে ইংরেজরা ছুটে আসতেন এই ক্লাবে।
জলপাইগুড়ি: ইতিহাসের আবহে নতুন প্রাণ, পুরনো রূপেই ফিরছে জলপাইগুড়ি ক্লাব! উনিশ শতকের শেষভাগে প্রতিষ্ঠিত জলপাইগুড়ি ক্লাব ছিল ব্রিটিশদের বিলাসবহুল বিনোদন কেন্দ্র। একসময় তিস্তা পেরিয়ে ইংরেজরা ছুটে আসতেন এই ক্লাবে, জমত আড্ডা, টেনিস, বিলিয়ার্ড আর গানের আসর।
তবে কালের বিবর্তনে সেই ক্লাবই একসময় পরিণত হয় ভূত বাংলোতে! কিন্তু এবার নতুন উদ্যোমে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনছে ক্লাব কর্তৃপক্ষ। ১৮৯৪ সালে কোম্পানি আইনে নথিভুক্ত হওয়া জলপাইগুড়ি ক্লাব একসময় পরিচিত ছিল ইউরোপিয়ান ক্লাব নামে। ১১ একর জায়গার ওপর তৈরি হওয়া এই ক্লাবের দোতলায় ছিল থাকার ঘর, একতলায় বার, বিলিয়ার্ড রুম, পাঠাগার আর টেনিস কোর্ট।
advertisement
আরও পড়ুন-যৌনতায় উঠত ঝড়…! বাবা-ছেলে দু’জনের সঙ্গেই প্রেম করেছেন বলিউডের এই সেক্সবম্ব,ঋষি কাপুরের সঙ্গে…
advertisement
একসময় ইংরেজদের বিলাসের প্রতীক হয়ে ওঠা এই ক্লাব কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল। সেই ইংরেজদের রেখে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে পরিবর্তন নয়, বরং সংরক্ষণই মূল লক্ষ্য। দেওয়ালে নতুন রং লাগলেও, থাকবে সেই পুরনো বাঘের মুখ, সেই কাঠের খাট, সেই বিলিয়ার্ড টেবিল, এমনকি বসার চেয়ার পর্যন্ত!
advertisement
শুধুই পুরনো চুন-সুরকি বদলে মজবুত সিমেন্টের কাঠামো। এই উদ্যোগ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের এক সদস্য বলেন, “আমরা চাই, ক্লাবটি তার মূল রূপেই টিকে থাকুক। ইতিহাসের সঙ্গে আমরা আপোস করতে রাজি নই।”জলপাইগুড়ির মানুষের কাছেও এই উদ্যোগ এক নস্টালজিক মুহূর্ত। পুরনো ঐতিহ্যের ছোঁয়া গায়ে মেখে আবার প্রাণ ফিরে পেতে চলেছে একসময়ের ইউরোপিয়ান ক্লাব!
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 21, 2025 6:22 PM IST