Rakesh Singh: বাবা-দাদা গ্রেফতার হতেই শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ আনলেন রাকেশ সিং-এর মেয়ে, কার বিরুদ্ধে জানেন?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Crime News: এবার রাকেশ সিং-এর মেয়ের পাল্টা অভিযোগে গ্রেফতার হল সপ্তর্ষি খাঁ৷ শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে৷
কলকাতা: বিজেপি নেতা রাকেশ সিংহ ও তাঁর পুত্র শিবম ইতিমধ্যেই পুলিশের জালে। তাঁদের বিরুদ্ধে কসবার একটি আবাসনে ঢুকে ‘তাণ্ডব’ চালানোর অভিযোগ উঠেছিল। তারপরই সোমবার রাতে দু’জনকে গ্রেফতার করা হয়।
এবার রাকেশ সিং-এর মেয়ের পাল্টা অভিযোগে গ্রেফতার হল সপ্তর্ষি খাঁ৷ শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে তাঁর বিরুদ্ধে৷
আরও পড়ুন-নভেম্বরেই লাগবে ‘লটারি’…! ভগবান শিবের কৃপায় ৫ রাশি ‘রাজা’, অঢেল টাকার ফোয়ারা, বিপদে ঢাল হয়ে থাকবেন মহাদেব
অভিযোগে জানা গিয়েছে রাকেশ সিং ও ছেলে একটি আবাসনে ঢুকে তুমুল ঝামেলা শুরু করেন। ওই আবাসনের ঢুকে তাঁরা মারধর করেন বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পরেই ওই আবাসনের আক্রান্ত ব্যক্তিরা তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবং তাঁদের অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করে।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! মঙ্গলের দুঃসাহসিক চালে কপাল পুড়বে ৫ রাশির, চরম আর্থিক ক্ষতি, জীবন উথাল-পাথাল, দুর্ঘটনার সম্ভাবনা
স্থানীয় থানা সূত্রে খবর, রাকেশ ও তাঁর পুত্রও পাল্টা অভিযোগ দায়ের করেছেন। শুধু তাই নয়, কিছু দিন আগে কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় রাকেশ ও শিবমের নাম উঠে এসেছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 28, 2025 12:08 PM IST

