কোথা থেকে কীভাবে তৈরি হচ্ছে চা? জানুন চায়ের 'ইতিকথা', দার্জিলিংয়ের টি-ট্যুরিজম উপভোগ করেছেন আপনি?

Last Updated:

টি-ট্যুরিজম শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয়, এটি অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা সব কিছুরই মিলিত ক্ষেত্র হতে চলেছে।

+
দার্জিলিংয়ে

দার্জিলিংয়ে টি-ট্যুরিজম

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্যঃ দার্জিলিংয়ের পাহাড়ি ঢালে সকালের কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে উন্মোচিত হচ্ছে সবুজের বিস্তার। সারি সারি চা গাছের ফাঁকে ব্যস্ত হাতে কোমল পাতা তুলে ঝুড়িতে ভরছেন শ্রমিকেরা। দূরে দাঁড়িয়ে কিছু পর্যটক মোবাইলে সেই দৃশ্য ধরে রাখছেন। কারও হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, কারও চোখে আবার বিস্ময়। এই মিলনেই আজ তৈরি হচ্ছে এক নতুন পর্যটন ধারা, টি-ট্যুরিজম।
টি-ট্যুরিজম শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয়, এটি অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা সব কিছুরই মিলিত ক্ষেত্র হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের ইকো-ট্যুরিজম চেয়ারম্যান ও সিকিম রাজ্য পর্যটনের উপদেষ্টা রাজ বসুর কথায়, “পর্যটকরা এখন শুধু চা খেতে আসেন না। তাঁরা জানতে চান এই চা কোথা থেকে এসেছে? কীভাবে তৈরি হয়েছে? এর স্বাদ ও গুণগত মান কেমন? চা-বাগানের মধ্যে হোম-স্টে বা রিসোর্টে থাকার ফলে তাঁরা পুরো প্রক্রিয়াটা নিজের চোখে দেখতে পারবেন।”
advertisement
আরও পড়ুনঃ স্বাধীনতা দিবসের ছুটিতে ডেস্টিনেশন ‘কাশ্যেম’, কালিম্পংয়ের লুকোনো ‘রত্ন’, অচেনা পাহাড়ি হ্যামলেটে ঘুরে আসুন
ডিপার্টমেন্ট অফ টি সাইন্স, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর ড. চন্দ্রা ঘোষ জানান, “টি-ট্যুরিজম আসলে এক পূর্ণাঙ্গ প্যাকেজ। এটি পর্যটনের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। এটি একই সঙ্গে স্থানীয়দের আয়ের সুযোগ বাড়ানোর এবং নতুন প্রজন্মকে চায়ের সঙ্গে পরিচয় করার সুযোগ করে দিয়েছে। চা শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্বের জন্যেও এটি গুরুত্বপূর্ণ।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ দার্জিলিং এবার আরও দারুণ, আকাশে উড়ে উড়ে পাহাড় দেখুন, হেলিকপ্টার চালু হল বলে…
পর্যটন বিশেষজ্ঞদের মতে, টি-ট্যুরিজমের মাধ্যমে একদিকে বিদেশি পর্যটকের আগমন বাড়ছে। অন্যদিকে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রচারও ঘটছে। চা-বাগানের কর্মীরা পাচ্ছেন নতুন আয়ের পথ আর পর্যটকরা পাচ্ছেন এক অনন্য অভিজ্ঞতা, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে চায়ের সুবাসে মিশে থাকা ইতিহাস, শ্রম ও শিল্পের গল্প।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দার্জিলিং, অসম, নীলগিরি – ভারতের এই তিন প্রধান চা-অঞ্চল আজ নতুনভাবে পর্যটনের মানচিত্রে জায়গা করে নিচ্ছে। বিশেষজ্ঞদের বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও প্রচারের মাধ্যমে টি-ট্যুরিজম হতে পারে টেকসই অর্থনীতি ও পরিবেশবান্ধব ভ্রমণের অন্যতম উদাহরণ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কোথা থেকে কীভাবে তৈরি হচ্ছে চা? জানুন চায়ের 'ইতিকথা', দার্জিলিংয়ের টি-ট্যুরিজম উপভোগ করেছেন আপনি?
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement