Kalimpong: স্বাধীনতা দিবসের ছুটিতে ডেস্টিনেশন 'কাশ্যেম', কালিম্পংয়ের লুকোনো 'রত্ন', অচেনা পাহাড়ি হ্যামলেটে ঘুরে আসুন
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Kalimpong: কালিম্পং শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০০০ ফুট উঁচু পাহাড় চূড়ায় বসে আছে ছোট্ট গ্রাম কাশ্যেম। শহরের কোলাহল ছেড়ে এখানে এলেই বদলে যায় বাতাসের গন্ধ, চা, পাইন ও ভেজা মাটির মিশ্র সুবাস। চারপাশে ঘন বন, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর দূরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যেন স্বপ্নের মতো চোখের সামনে ধরা দেয়।
*কালিম্পং, ঋত্বিক ভট্টাচার্য: কালিম্পং শহর থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪০০০ ফুট উঁচু পাহাড় চূড়ায় বসে আছে ছোট্ট গ্রাম কাশ্যেম। শহরের কোলাহল ছেড়ে এখানে এলেই বদলে যায় বাতাসের গন্ধ, চা, পাইন ও ভেজা মাটির মিশ্র সুবাস। চারপাশে ঘন বন, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর দূরে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য যেন স্বপ্নের মতো চোখের সামনে ধরা দেয়।
advertisement
*সকালে ঘুম ভাঙে অচেনা পাখির ডাক ও কুয়াশায় মোড়া সবুজের আচ্ছাদনে। গ্রামের কেন্দ্রেই আছে একটি ছোট গির্জা, খেলার মাঠ, আর স্থানীয় এক বাসিন্দার উদ্যোগে গড়ে ওঠা আরামদায়ক হোমস্টে। এখানকার সরলতা আর নির্জনতা একে উত্তরবঙ্গের সবচেয়ে শান্তিপূর্ণ পর্যটন স্পটগুলোর তালিকায় তুলে দেয়। ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







