আর্থিক অনটনের মধ্য়েও নিজের জেদে মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম স্থান দখল করল তাপস

Last Updated:

ইচ্ছে থাকলেই উপায় হয় ! এই কথাটা নেহাত কথার কথা নয় ৷ বাস্তবেও সম্ভব ৷ আর তা প্রমাণ করে দেখাল কামাক্ষাগুড়ি হাই স্কুলের ছাত্র তাপস দেবনাথ ৷

#আলিপুরদুয়ার: ইচ্ছে থাকলেই উপায় হয় ! এই কথাটা নেহাত কথার কথা নয় ৷ বাস্তবেও সম্ভব ৷ আর তা প্রমাণ করে দেখাল কামাক্ষাগুড়ি হাই স্কুলের ছাত্র তাপস দেবনাথ ৷ আর্থিক প্রতিকূলতাকে জয় করে মেধাতালিকায় অষ্টম স্থান দখল করল তাপস ৷ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮২ ৷
তাপসের বাবা রতন দেবনাথ ৷ পেশায় সব্জি বিক্রেতা ৷ ছোট থেকেই আর্থিক অনটনের মধ্যে তাপসকে মানুষ করেছেন তিনি ৷ দু’বেলা দু’মুঠো মুখে খাওয়ার তুলে দেওয়ারও একসময় সামর্থ ছিল না রতন বাবুর ৷ এমনকী, পড়াশুনার প্রয়োজনে অনেক প্রয়োজনীয় জিনিসও অনেকসময় ছেলেকে দিয়ে উঠতে পারেননি তিনি ৷ কিন্তু সেই সমস্ত প্রতিকূলতা কখনও দমিয়ে রাখতে পারেনি তাপসকে ৷ সমস্ত বাধা কাটিয়ে নিজেদের দক্ষতাতেই এই সাফল্য পেয়েছে তাপস ৷ সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে ছেলের সাফল‍্যে আবেগপ্লুত হয়ে পড়েন রতন দেবনাথ ৷
advertisement
মেধাতালিকায় অষ্টম স্থান দখল করার পিছনে আসল রহস্যটা কী ? এই প্রসঙ্গে রতনবাবু জানিয়েছেন, সেরম কোনও বাধা ধরা রুটিন মাফিক পড়াশুনা করেনি তাপস ৷ যখন যেমন ইচ্ছে হত সে পড়ত ৷ এমনকী, প্রতিদিন বিকেলে মাঠে বন্ধুদের সঙ্গেও খেলতে যেত তাপস ৷ পাশাপাশি ছেলের সাফল্যের জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাতে ভুললেন না রতন বাবু ৷
advertisement
advertisement
বড় হয়ে ডাক্তার হতে চায় রতন ৷ কিন্তু আর্থিক টানাপোড়েন তো রয়েছেই ৷ কীভাবে এই সমস্যার সমাধান সম্ভব ? সে বিষয় নিয়ে আপাতত চিন্তা করতে নারাজ তাপস ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
আর্থিক অনটনের মধ্য়েও নিজের জেদে মাধ্যমিকের মেধাতালিকায় অষ্টম স্থান দখল করল তাপস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement