দুর্ঘটনায় জখম হয়ে হাসপাতালে! সিভিক ভলান্টিয়ারের গাফিলতির জেরে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য মালদহে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম মিঠুন সরকার(৩৭) বাড়ি ইংরেজবাজার থানার খাসিমারি এলাকায়। ইংরেজবাজার থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ ইংরেজবাজার থানার সুস্থানী মোড় এলাকায় জেসিবির ধাক্কায় গুরুতর আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার। আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি নার্সিংহোমে।
মালদহ, জিএম মোমিন: চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল মালদহের ইংরেজবাজার শহরে। বুধবার দুপুরে গৌড়বঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এলাকার এক নার্সিংহোমের সামনে দেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং আত্মীয়রা।
অভিযোগ, দুর্ঘটনায় জখম সিভিক ভলান্টিয়ার মিঠুন সিংহ (৩৭) নার্সিংহোমে ২৪ ঘণ্টা ধরে ভর্তি থাকলেও কোনও চিকিৎসা হয়নি। এ দিন সকালে তাঁর মৃত্যু হয়। দুপুরে দেহ মেডিক্যালের মর্গে নিয়ে যেতে বাধা দেন আত্মীয়েরা। ঘটনায় পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান পরিবারের সদস্যরা। পরে বাড়তি পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ।
advertisement
আরও পড়ুন: ইলিশের দাম মাত্র ৪০০ টাকা! ওজন কত, সুস্বাদু হবে তো…? আসছে কোথা থেকে?
পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম মিঠুন সরকার (৩৭) বাড়ি ইংরেজবাজার থানার খাসিমারি এলাকায়। পরিবারে রয়েছে স্ত্রী রুমা সিংহ সরকার এবং এক ছেলে ও এক মেয়ে। তিনি ইংরেজবাজার থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুর ২ টা নাগাদ ইংরেজবাজার থানার সুস্থানী মোড় এলাকায় জেসিবির ধাক্কায় গুরুতর আহত হয় ওই সিভিক ভলেন্টিয়ার। আহত অবস্থায় তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভর্তি করা হয় শহরের একটি বেসরকারি নার্সিংহোমে। এরপর পরের দিন সকালে তার মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: চাষ গেল, সংসার চালাবেন কীভাবে? কৃষকের সঙ্গে চাপ মধ্যবিত্তের
মৃত সিভিক ভলান্টিয়ার এর স্ত্রী রুমা সিংহ সরকার অভিযোগ করে বলেন, “চিকিৎসার গাফিলতির ফলে স্বামীর মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের জানানো হয় যে চিকিৎসা চলছে। কিন্তু কোনরকমই চিকিৎসা করা হয়নি। যার ফলে মৃত্যু হয়েছে স্বামীর। কি করে সংসার চলবে? কিছুই বুঝে উঠতে পারছিনা।”
advertisement
এদিকে এই ঘটনার পর পুলিশ নার্সিংহোম থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 6:22 PM IST