Ilish Price: আর নয় চিন্তা! ইলিশের দাম মাত্র ৪০০ টাকা! ওজন কত, সুস্বাদু হবে তো...? আসছে কোথা থেকে?

Last Updated:
Ilish Price: টাটকা ও সস্তা ইলিশ মাছ। কেন এখানকার ইলিশের দাম এত কম এবং কীভাবে আপনি সরাসরি মৎস্যজীবীদের কাছ থেকে তাজা মাছ কিনতে পারবেন, তা জেনে নিন।
1/6
বকখালির খুব কাছেই ফ্রেজারগঞ্জের বেনফিশ মৎস্যবন্দর। এখানেই মিলছে দামে কম মানে ভাল ইলিশ। সমস্ত ইলিশের সাইজ ও খুব বড়।
বকখালির খুব কাছেই ফ্রেজারগঞ্জের বেনফিশ মৎস্যবন্দর। এখানেই মিলছে দামে কম মানে ভাল ইলিশ। সমস্ত ইলিশের সাইজ ও খুব বড়।
advertisement
2/6
এখানে ইলিশ মাছ খুব সুন্দরভাবে ধরা হয়। মাছ গুলি ক্যারেটে রাখতে হান্ড গ্লাভস ব্যবহার করা হয়। ফলে মাছ থাকে সতেজ। বড় বড় মাছ পাওয়া যায় এখানে।
এখানে ইলিশ মাছ খুব সুন্দরভাবে ধরা হয়। মাছ গুলি ক্যারেটে রাখতে হান্ড গ্লাভস ব্যবহার করা হয়। ফলে মাছ থাকে সতেজ। বড় বড় মাছ পাওয়া যায় এখানে।
advertisement
3/6
ইলিশ ছাড়াও অন্যান্য মাছও পাওয়া যায় টাটকা। বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত এই বেনফিশ সেন্টারটি। ফলে অন্যান্য বেনফিশের থেকে এখানে মাছ কম দামেই মেলে।
ইলিশ ছাড়াও অন্যান্য মাছও পাওয়া যায় টাটকা। বঙ্গোপসাগরের খুব কাছে অবস্থিত এই বেনফিশ সেন্টারটি। ফলে অন্যান্য বেনফিশের থেকে এখানে মাছ কম দামেই মেলে।
advertisement
4/6
এখানে ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে গেলেই বড় সাইজের মাছ ১০ কিলো কিনতে পারবেন। যে মাছ বাইরে কিনতে গেলে পড়তে পাড়ে ১০ থেকে ১২ হাজার টাকা। কম পরিমাণে ১-২ কিলো ইলিশ মাছও কিনতে পারবেন খুব কম দামে।
এখানে ৪ থেকে ৫ হাজার টাকা নিয়ে গেলেই বড় সাইজের মাছ ১০ কিলো কিনতে পারবেন। যে মাছ বাইরে কিনতে গেলে পড়তে পাড়ে ১০ থেকে ১২ হাজার টাকা। কম পরিমাণে ১-২ কিলো ইলিশ মাছও কিনতে পারবেন খুব কম দামে।
advertisement
5/6
ইলিশ মাছ এখানে খুব যত্ন সহকারে বরফের মধ্যে সংরক্ষণ করা হয়। বাইরেও এই মাছ পাঠানো হয়। এখানে মাছের মেলা দেখতে অনেকেই আসেন।
ইলিশ মাছ এখানে খুব যত্ন সহকারে বরফের মধ্যে সংরক্ষণ করা হয়। বাইরেও এই মাছ পাঠানো হয়। এখানে মাছের মেলা দেখতে অনেকেই আসেন।
advertisement
6/6
ফলে বকখালিতে আসলেই আপনি একবার ঘুরে যাবেন এখান থেকে। এত কম দামে ইলিশ মাছ আপনি আর কোথাও পাবেন না। এখন সব থেকে কম দামে ইলিশ পেতে আসতেই হবে এখানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
ফলে বকখালিতে আসলেই আপনি একবার ঘুরে যাবেন এখান থেকে। এত কম দামে ইলিশ মাছ আপনি আর কোথাও পাবেন না। এখন সব থেকে কম দামে ইলিশ পেতে আসতেই হবে এখানে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement