#কোচবিহার: জেলা সফরের মাঝেই সুকমায় মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সদ্য প্রিয়জনহারা পরিবারের পাশে থাকার আশ্বাসের সঙ্গে সঙ্গে দিলেন ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি ৷
সোমবার দুপুরে দোরনাপালের পাশে বুরকাপাল গ্রামের কাছে মাওবাদী হামলায় আহত বহু জওয়ান। গতকালই সিআরপিএফ-এর ৭৪ নম্বর ব্যাটালিয়নের রোড ওপেনিং পার্টি (আরওপি)-এর উপর মাওবাদী হামলার তীব্র নিন্দা করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারে রাসমেলা মাঠে সভায় যাওয়ার আগে নিহত দুই সিআরপিএফ জওয়ানের বাড়িতে যান এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন ৷
শহীদের বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা চলে গিয়েছেন, তাদের তো ফেরানো যাবে না ৷ তাদের পরিবারের পাশে আমরা আছি ৷
এরপরই মুখ্যমন্ত্রী নিহত তিন সিআরপিএফ জওয়ানের পরিজনকে রাজ্যের তরফ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ৷ একইসঙ্গে পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ৷
ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন জওয়ান। তাদের মধ্যে তিনজনই এরাজ্যের বাসিন্দা ৷ সিআরপিএফ সূত্রে খবর, মাওবাদী এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিনয়চন্দ্র বর্মন (২২), কৃষ্ণচন্দ্র দাস (২৭) এবং অরূপ কর্মকারের ৷ এর মধ্যে বিনয়চন্দ্র বর্মন ও কৃষ্ণচন্দ্র দাস কোচবিহারের বাসিন্দা ৷ অরূপ কর্মকারের বাড়ি নদিয়ায় ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali Jawan Martyr, CM Mamata Banerjee, Compensation, Martyr, Sukhma Attack, Sukhma Mao Attack