সুকমায় নিহত বাঙালি জওয়ানদের বাড়িতে মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি

Last Updated:

জেলা সফরের মাঝেই সুকমায় মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

#কোচবিহার: জেলা সফরের মাঝেই সুকমায় মাওবাদী হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সদ্য প্রিয়জনহারা পরিবারের পাশে থাকার আশ্বাসের সঙ্গে সঙ্গে দিলেন ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি ৷
সোমবার দুপুরে দোরনাপালের পাশে বুরকাপাল গ্রামের কাছে মাওবাদী হামলায় আহত বহু জওয়ান। গতকালই সিআরপিএফ-এর ৭৪ নম্বর ব‍্যাটালিয়নের রোড ওপেনিং পার্টি (আরওপি)-এর উপর মাওবাদী হামলার তীব্র নিন্দা করেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলার মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন মুখ্যমন্ত্রী কোচবিহারে রাসমেলা মাঠে সভায় যাওয়ার আগে নিহত দুই সিআরপিএফ জওয়ানের বাড়িতে যান এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন ৷
advertisement
advertisement
শহীদের বাড়ি থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা চলে গিয়েছেন, তাদের তো ফেরানো যাবে না ৷ তাদের পরিবারের পাশে আমরা আছি ৷
এরপরই মুখ্যমন্ত্রী নিহত তিন সিআরপিএফ জওয়ানের পরিজনকে রাজ্যের তরফ থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন ৷ একইসঙ্গে পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ৷
advertisement
ছত্তিশগড়ের সুকমায় মাওবাদী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ২৫ জন জওয়ান। তাদের মধ্যে তিনজনই এরাজ্যের বাসিন্দা ৷ সিআরপিএফ সূত্রে খবর, মাওবাদী এনকাউন্টারে মৃত্যু হয়েছে বিনয়চন্দ্র বর্মন (২২), কৃষ্ণচন্দ্র দাস (২৭) এবং অরূপ কর্মকারের ৷ এর মধ্যে বিনয়চন্দ্র বর্মন ও কৃষ্ণচন্দ্র দাস কোচবিহারের বাসিন্দা ৷ অরূপ কর্মকারের বাড়ি নদিয়ায় ৷
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সুকমায় নিহত বাঙালি জওয়ানদের বাড়িতে মুখ্যমন্ত্রী, ক্ষতিপূরণ ও চাকরির প্রতিশ্রুতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement