Alipurduar News: মিলবে ১২ হাজার টাকা! পাহাড়, জঙ্গল ঘেরা খোলা আকাশের নিচে ক্লাস! পড়ুয়াদের নতুন নতুন পাঠ দিতে অভিনব উদ্যোগ

Last Updated:

এই শিবিরে অংশগ্রহণ করলেই স্কুল পাবে ১২ হাজার টাকা

+
পড়ুয়াদের

পড়ুয়াদের শিবির

আলিপুরদুয়ার: জীবন শৈলীতে পরিবেশের গুরুত্ব সম্পর্কে স্কুল পড়ুয়াদের অবগত করতে বক্সার জঙ্গল ও পাহাড় ঘেরা জয়ন্তিতে শুরু হল প্রকৃতি পাঠ শিবির। যেখানে পড়ুয়াদের চেনানো হচ্ছে বিভিন্ন পাখি ও গাছকে।
এছাড়া এই শুষ্ক মরশুমে বন্যপ্রাণীদের জন্য তৈরি কৃত্রিম জলাশয় বন আধিকারিকদের তরফে পরিদর্শন করানো হয় এবং তার বিশেষত্বও তুলে ধরা হয়।পাশাপাশি, কীভাবে জল ও পরিবেশকে সংরক্ষণ করা যায় সে বিষয়েও অবগত করানো হয় পড়ুয়াদের। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, পরিবেশ দফতরের সহযোগিতায় ও আলিপুরদুয়ার নেচার ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে এই শিবির।
advertisement
advertisement
যে শিবিরে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার মোট ১০টি স্কুলের নবম থেকে একাদশ শ্রেণীর মোট ৯০ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেছেন।এই প্রথম আলিপুরদুয়ার জেলায় স্কুল পড়ুয়াদের নিয়ে এমন কোনও প্রকৃতির পাঠ শিবিরের আয়জন করা হয়েছে বলে দাবি উদ্যোক্তাদের। এছাড়া শিবিরে অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে পরিবেশ সম্পর্কৃত বিভিন্ন অনুষ্ঠান পালনের জন্য ১২ হাজার টাকাও এদিন দেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অপরদিকে, বিদ্যালয়ের চার দেওয়ালের ক্লাস ছেড়ে প্রকৃতির মাঝে এরূপ শিক্ষালাভ উপভোগ করছে পড়ুয়ারাও। এ বিষয়ে আলিপুরদুয়ার নেতাজি বিদ্যাপীঠের একাদশ শ্রেণীর ছাত্রী বর্খা বিশ্বকর্মা বলেন, “প্রথমবার কোন প্রকৃতি পাঠ শিবিরে আসা হল। প্রকৃতি ও বন্যপ্রাণীদের সম্পর্কেও অনেক কিছু জানতে পেরেছি। যা হয়ত শুধু বই পড়ে জানা সম্ভব ছিল না।”
advertisement
আলিপুরদুয়ার নেচার ক্লাবের সম্পাদক তথা নেতাজী বিদ্যাপীঠের শিক্ষক ত্রিদিবেশ তালুকদার বলেন, “আশা করছি আগামীতে স্কুল পড়ুয়াদের নিয়ে আরও এই রকম শিবির হবে এবং এখান থেকে আগামীদিনের পরিবেশ সৈনিক তৈরি হবে। যারা আগামীদিনে পরিবেশ রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: মিলবে ১২ হাজার টাকা! পাহাড়, জঙ্গল ঘেরা খোলা আকাশের নিচে ক্লাস! পড়ুয়াদের নতুন নতুন পাঠ দিতে অভিনব উদ্যোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement