ঘরে ঢুকে লুঠপাট! মালদায় স্বামীকে ঘরে আটকে স্ত্রীর সঙ্গে যা করা হল...শিউরে উঠবেন!
- Reported by:Jiam Momin
- local18
- Published by:Tias Banerjee
Last Updated:
মালদহে ফের প্রকাশ্যে জমি মাফিয়াদের দৌরাত্ম্য। কালিয়াচক থানার ঢিল ছড়া দূরত্বে এক মুদি ব্যবসায়ীর জায়গায় দখলের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে। পাশাপাশি সেখানে থাকা ভাড়াটিয়া ঘরের ব্যক্তি এবং তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে।
মালদহ: এ যেন কোনও খলনায়ক সিনেমার অভিনয়। ফিল্মি কায়দায় একেবারে বাড়িতে ভাঙচুর করে লুটপাট জমি মাফিয়াদের। শুধু তাই নয় স্বামীকে ঘরবন্দি করে তাঁর স্ত্রীর ওপর নির্যাতন এবং মারধরের অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের কালিয়াচক থানার ঢিল ছড়া দূরত্বে মাস্টার পাড়া এলাকায়।জানা গিয়েছে, সেই এলাকার বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী নাজিমুল ইসলাম।
গত ২০১৯ সালে তিনি এবং তাঁর দূর সম্পর্কের তিনজন ভাই মিলে কালিয়াচকের মাস্টার পাড়া এলাকায় ৮ কাঠা জমি কেনেন। কিন্তু এখন সেই জায়গায় বেআইনিভাবে দখল নিতে চাইছে স্থানীয় কিছু জমি মাফিয়ারা। এরই প্রতিবাদ করায় সেই এলাকার সমস্ত জমি মাফিয়ারা মিলে দুষ্কৃতিদের নিয়ে ওই মুদি ব্যবসায়ীর জায়গায় হামলা চালায়।
advertisement
advertisement
জায়গার দখল নিতে সেই জায়গায় থাকা এক ভাড়াটিয়াকেও বেধড়ক মারধর করে জমি মাফিয়ারা। এমনকি ভাড়াটিয়া ব্যক্তিকে ঘরবন্দি করে তাঁর স্ত্রীকে ব্যাপক মারধর করে এবং নির্যাতনের চেষ্টা চালায় জমি মাফিয়ারা বলে অভিযোগ। এই ঘটনার পর থেকেই প্রাণভয়ে এখন ঘর ছাড়া ভাড়াটিয়া পরিবার। প্রাণনাশের আতঙ্কে নিজের দোকানেও যেতে পারছেন না ওই মুদি নাজিমুল ইসলাম।
advertisement
এই ঘটনার পর কালিয়াচক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আলিম শেখ, নাসিম শেখ, ফারুক শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। তবে পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ ঘরছাড়া পরিবারের। অবশেষে সেই পরিবার মালদহ জেলা আদালতের দ্বারস্থ হয়েছেন।
যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, \”অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।\”তবে কালিয়াচক থানার ঢিল ছড়া দূরত্ব এলাকার এমন ঘটনায় শোরগোল পড়েছে জেলা জুড়ে। প্রশ্ন উঠছে জেলার পুলিশি নিরাপত্তা নিয়ে।জিএম মোমিন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jun 14, 2025 4:51 PM IST









