বাংলাদেশে 'রায়', ভারতে 'বর্মণ'! সাংঘাতিক ছলচাতুরি বাবা-ছেলেদের, কালো সত্য সামনে আসতেই গ্রেফতার ৩

Last Updated:

ফের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এস‌এসবির হাতে গ্রেফতার বাংলাদেশি! একসঙ্গে তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করল এস‌এসবি!

বাংলাদেশি অনুপ্রবেশকারি গ্রেফতার
বাংলাদেশি অনুপ্রবেশকারি গ্রেফতার
খড়িবাড়ি, শিলিগুড়ি, বিশ্বজিৎ মিশ্র: ফের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এস‌এসবির হাতে গ্রেফতার বাংলাদেশি! একসঙ্গে তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করল এস‌এসবি! খড়িবাড়ির ময়নাগুড়ি গ্রামে বাংলাদেশি পরিচয় গোপন রেখে বসবাসের অভিযোগে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে এস‌এসবি!
ধৃতরা হলেন অমল চন্দ্র রায়, যিনি ভারতীয় নথিতে অমল বর্মন নাম রয়েছে। অন্যদিকে অমলের দুই ছেলে গৌতম রায় ও পঙ্কজ রায়! ধৃতদের বাংলাদেশের নথিতে রায় পদবি থাকলেও ভারতীয় নথিতে বর্মন রয়েছে। ধৃত পঙ্কজ রায়ের নাম পরিবর্তন করে প্রীতম বর্মন নথি উদ্ধার করেছে এস‌এসবি।
advertisement
advertisement
জানা গিয়েছে, প্রীতম ওরফে পঙ্কজ ২০২৪ সালে এপ্রিল মাসে ভিসা নিয়ে এলেও মেয়াদ উত্তীর্ণের পরেও ফিরে যায়নি। গৌতম দালাল ধরে মেখলিগঞ্জ সীমান্ত ধরে গত বছর ডিসেম্বর মাসে অনুপ্রবেশ করে। পাশাপাশি অমল ভিসা পেয়ে ফেব্রুয়ারি মাসে এসে মেয়াদ উত্তীর্ণের পরেও ফিরে যায়নি। ধৃতদের হেফাজত থেকে একাধিক ভারতীয় নথিপত্র উদ্ধার করেছে এস‌এসবি। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
advertisement
রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার পরিপ্রেক্ষিতেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। অন্যদিকে বাংলাদেশিদের ভারতে অনুপ্রবেশ এবং বসবাস নিয়ে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের শাসক দল তৃণমূল এই ধরনের ঘটনার ক্ষেত্রে বারবার দাবি করে আসছে, সীমান্ত পাহারা দেয় বিএসএফ। তাহলে তারা কী করছে সেখানে। অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়, ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্যই তৃণমূল বাংলাদেশিদের আশ্রয় দিয়ে নিজেদের ফায়দা তোলার চেষ্টা চালাচ্ছে।।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বাংলাদেশে 'রায়', ভারতে 'বর্মণ'! সাংঘাতিক ছলচাতুরি বাবা-ছেলেদের, কালো সত্য সামনে আসতেই গ্রেফতার ৩
Next Article
advertisement
West Bengal Weather Update: বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে থেকে দেখে নিন
বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে, তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে, শীতের আমেজ মিলবে কবে দেখে নিন
  • বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে

  • তাপমাত্রা নেমেছে স্বাভাবিকে

  • শীতের আমেজ মিলবে কবে দেখে নিন

VIEW MORE
advertisement
advertisement