কলকাতার কাছেই গোপনে তৈরি হচ্ছে সামরিক অস্ত্র, রাফাল! তবে কী আবার...! কী হতে চলেছে জানুন

Last Updated:

কলকাতার পাশেই গোপনে তৈরি হচ্ছে যুদ্ধবিমান রাফাল থেকে ব্রহ্মাস্ত্র, ভারতের প্রতিরক্ষায় ব্যবহৃত রেডার থেকে ক্ষেপণাস্ত্র! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি।

+
তৈরি

তৈরি হওয়া অস্ত্র

হাবরা, উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: হাবরায় গোপনে তৈরি হচ্ছে যুদ্ধবিমান রাফাল থেকে ব্রহ্মাস্ত্র, ভারতের প্রতিরক্ষায় ব্যবহৃত রেডার থেকে ক্ষেপণাস্ত্র! শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। হাবরার আশুতোষ কলোনি এলাকায় প্রায় তিন মাস ধরে যুদ্ধবিমান রাফাল, লকেট লঞ্চার, রাডার থেকে শুরু করে ‘ব্রহ্মাস্ত্র’- তৈরি হচ্ছে একেবারে গোপন ভাবে।
তবে এতে ভয় পাওয়ার কিছু নেই। গোপনে ক্ষেপণাস্ত্র তৈরি হলেও, নতুন করে কোনও যুদ্ধের আশঙ্কা নেই দেশে। তবে এই সামরিক শক্তির প্রদর্শন সাধারণ মানুষ চাক্ষুষ করতে পারবেন জেলার অনতি দূরের এক পুজো প্যান্ডেলের থিম হিসেবেই। আর তাই হাবরার হিজলপুকুর এলাকার নিজের কর্মশালায় একেবারে দেশের নিরাপত্তায় ব্যবহৃত এই সব সামরিক অস্ত্রের প্রতিলিপি তৈরি করে চলেছেন শিল্পী শিবু দাস।
advertisement
advertisement
জানা গিয়েছে, কলকাতার বাগুইহাটি এলাকার এক পুজো মণ্ডপের থিম বাস্তবায়ন করতে এই অভিনব প্রস্তুতি চলছে। শিবু দাসের সঙ্গে আরও প্রায় ১৫ জন শিল্পী দিনরাত পরিশ্রম করে তাই এখন সাজিয়ে তুলছেন এই সব যুদ্ধসামগ্রী। দেশের স্বাধীনতা পরবর্তী যে সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে, এমনকি ভারত পাকিস্তান যুদ্ধ থেকে অপারেশন সিঁদুর এ ব্যবহৃত অত্যাধুনিক  সামরিক অস্ত্র খুঁতভাবে ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গা পুজোর ‘ত্রি-নেত্র’ মধ্য দিয়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ২৪ ফুট লম্বা ও ১৭ ফুট চওড়ার এই রাফায়েল যুদ্ধবিমান, একেবারে হুবহু যেন তুলে ধরা হচ্ছে। সঙ্গে রয়েছে শত্রুপক্ষের উপস্থিতি চিহ্নিত করা ঘুরন্ত রেডার। যা দেখলে এক মুহূর্তে আপনাকে পৌঁছে দেবে কোন যুদ্ধের ময়দানে। তবে এগুলি কোনও বাস্তব যুদ্ধের জন্য নয়, সেজে উঠবে নিতান্তই দুর্গোৎসবের প্যান্ডেলে।হাজার হাজার দর্শনার্থী পূজোর কয়েকদিন এই থিম দেখে অভিভূত হবেন বলেই আশা প্রকাশ করছেন শিল্পী।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতার কাছেই গোপনে তৈরি হচ্ছে সামরিক অস্ত্র, রাফাল! তবে কী আবার...! কী হতে চলেছে জানুন
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement