South Dinajpur News: নদী দূষণমুক্ত করতে অভিনব ব্যবস্থা! জেলায় প্রথম, খরচ ১০ লাখ টাকা, পুরো সিস্টেম অবাক করার মতই

Last Updated:

প্রায় ১০ লক্ষ টাকা ব্যয়ে আত্রেয়ী নদীর জলকে সুরক্ষিত, পরিশ্রুত করতে বড়সড় উদ্যোগ

+
পরিশ্রুত

পরিশ্রুত জল প্রক্রিয়াকরণ

দক্ষিণ দিনাজপুর: আত্রেয়ী নদী দূষণমুক্ত করতে এবার বিশেষ উদ্যোগ গ্রহণ করল বালুরঘাট পঞ্চায়েত সমিতি। বেশি জনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সেই সমস্ত এলাকা থেকে নর্দমার মাধ্যমে যে জল নদীতে মেশে সেই সমস্ত নর্দমার মুখে বিশেষ ব্যবস্থা করা কাজ শুরু করেছে বালুরঘাট পঞ্চায়েত সমিতি। প্রাথমিকভাবে পাইলট প্রজেক্ট হিসেবে পতিরাম রেগুলেটেড মার্কেটের পিছনের পাড়াতে যে জল নিষ্কাশন ব্যবস্থা রয়েছে সেই নর্দমার শেষ প্রান্তে নদীর বাঁধ লাগোয়া অঞ্চলে এই রিজার্ভার ও ফিল্টার ব্যবস্থা করা হয়েছে। মোট ১০ লক্ষ টাকা ব্যয়ে নর্দমার জলকে পরিশ্রুত করে নদীর জলে ফেলার প্রক্রিয়াকরণ চালু হয়েছে।
এদিন স্থানীয় বাসিন্দারা জানান, শুধুমাত্র এই এলাকায় নয়, পতিরামের একাধিক নর্দমা আত্রেয়ী নদীর জলে মিশছে। প্রতিটি জায়গায় এই ধরনের প্রকল্প হলে আরও ভাল হয়। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যে পদ্ধতিতে এই যে ফিল্টার তৈরি হয়েছে তাতে বর্ষাকালে যে পরিমাণ জলের চাপ এই অঞ্চলে হয়, তা নিতে পারবে না। এই ফিল্টারের মুখ একটু বড় হলে সুবিধা হত। নয়তো জল জমা হয়ে থাকবে। এমনকি বর্ষাকালে জল জমে এলাকায় বিপত্তি হতে পারে।
advertisement
advertisement
এবিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, “আত্রেয়ী নদীর জলকে সুরক্ষিত করা এবং পরিশ্রুত করার জন্যই এই উদ্যোগ। মোট ১০ লক্ষ টাকা ব্যয়ে এই প্রকল্প জেলার মধ্যে একেবারেই প্রথম। ভবিষ্যতে জেলার বিভিন্ন ব্লক থেকে এমন উদ্যোগ আরও বেশি করে নেওয়া হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই পদ্ধতিতে নর্দমার জলকে প্রথমে বিভিন্ন ফিল্টার ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধিত করা হবে, যাতে জল পরিষ্কার হয় এবং নদীর জলে পৌঁছনোর আগে দূষণমুক্ত হয়। পরিশোধিত জল নদীর জলে মিশলে নদীর জলের গুণমান উন্নত হয় এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব কম হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: নদী দূষণমুক্ত করতে অভিনব ব্যবস্থা! জেলায় প্রথম, খরচ ১০ লাখ টাকা, পুরো সিস্টেম অবাক করার মতই
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement