South Dinajpur News: দুমড়ে মুচড়ে ডাব টোটো! হারভেস্টারের সঙ্গে ধাক্কায় সাংঘাতিক কাণ্ড, জখম ২
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
হারভেস্টার ও টোটোর সংঘর্ষের জেরে দুর্ঘটনা
দক্ষিণ দিনাজপুর: হারভেস্টার ও টোটোর সংঘর্ষের জেরে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় গুরুতর আহত টোটো চালক সহ এক যাত্রী। এদিন ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার কালদিঘী মহাবাড়ি কালী মন্দির সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, আহতরা হলেন করিম মিয়া (৩০) ও যাত্রী বিজয় সরকার (২১)। তাঁদের বাড়ি গঙ্গারামপুর থানার নারই এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন টোটোটি গঙ্গারামপুর থেকে কালদিঘীর দিকে যাচ্ছিল। সেই সময় গঙ্গারামপুরের দিক থেকে আসা হারভেস্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে।
advertisement
advertisement
এরপরেই আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চলছে আহতদের চিকিৎসা। এদিকে ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ঘাতক হারভেস্টার ও দুমড়ে যাওয়া টোটোটিকে উদ্ধার করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 09, 2025 3:27 PM IST

