South Dinajpur News: স্কুল ভবন তৈরি, পৌঁছনর রাস্তা নেই...! আজব সমস্যায় চালুই হচ্ছে না অলচিকি ভাষার নতুন স্কুল

Last Updated:

South Dinajpur News: স্কুল ভবনের সামনে সরকারি জমিতে বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছেন বেশ কয়েকটি পরিবার।

+
অলচিকি

অলচিকি হরফের স্কুল

দক্ষিণ দিনাজপুর: সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীদের অলচিকি হরফের স্কুল চালু অনিশ্চিত হয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। পুনর্বাসনের পাশাপাশি পরিকাঠামো ঘাটতির কারণে এই সমস্যা দেখা দিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক স্তরে সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার লক্ষ্যে অলচিকি লিপিতে পঠনপাঠনের জন্য চারটি নতুন স্কুল চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে স্কুল ভবন নির্মাণ সম্পূর্ণ হলেও পরিকাঠামোগত ঘাটতি ও স্থানীয় প্রতিবন্ধকতার কারণে এখনও চালু করা সম্ভব হয়নি ওই বিদ্যালয়গুলি। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে থাকা এই চারটি স্কুলের মধ্যে আরও দুটি স্কুল গড়ে তোলা হচ্ছে গঙ্গারামপুর মহকুমার রাঘবনগর এবং দেওগাঁ এলাকায়। এই দুটি স্কুল ২০২৫ সালের মধ্যেই চালু করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সাঁওতালি ভাষাভাষী ছাত্রছাত্রীদের মাতৃভাষায় শিক্ষা দেওয়ার এই উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন শিক্ষামহল।
দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, “কাটনা ও বাদমুলুকের স্কুলগুলিকে দ্রুত চালু করার জন্য সমস্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। পাশাপাশি রাঘবনগর ও দেওগাঁতেও অলচিকি লিপিতে শিক্ষা দেওয়ার কাজ দ্রুত শুরু হবে।”
advertisement
advertisement
বালুরঘাট সাব-ডিভিশনের বাদমুলুক এবং কাটনা এলাকায় তৈরি হয়েছে এই দুই নতুন স্কুল। বাদমুলুক গ্রামের স্কুল ভবন সম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না হওয়ায় সেখানে শিক্ষাকার্যক্রম শুরু করা যায়নি। অন্যদিকে, কাটনা গ্রামে স্কুল ভবন নির্মিত হলেও সেখানে এখনও রাস্তা তৈরি করা সম্ভব হয়নি। স্কুল ভবনের সামনে সরকারি জমিতে বহু বছর ধরে অবৈধভাবে বসবাস করছেন বেশ কয়েকটি পরিবার। স্কুলের প্রবেশপথ তৈরির জন্য ওই পরিবারগুলিকে অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা নিলেও, এলাকাবাসীর প্রতিবাদের মুখে সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁরা বিগত ৩০ বছর ধরে সেখানে বসবাস করছেন। স্কুল নির্মাণের আগে প্রশাসনের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই স্কুলের রাস্তা তৈরি করা হবে। কিন্তু আজ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। ফলে স্কুল ভবনটি তৈরি হলেও এখনও সেখানে পৌছনোর কোনও রাস্তা নেই। জলের মধ্যে আটকে পড়ে আছে। বর্ষার জল জমে যাওয়ায় স্কুলে প্রবেশের একমাত্র রাস্তাও কার্যত বন্ধ হয়ে পড়েছে। পুনর্বাসন এবং পরিকাঠামোগত ঘাটতি দ্রুত সমাধান না হলে এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন প্রশ্নের মুখে পড়বে বলেই মনে করছেন শিক্ষামহল।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: স্কুল ভবন তৈরি, পৌঁছনর রাস্তা নেই...! আজব সমস্যায় চালুই হচ্ছে না অলচিকি ভাষার নতুন স্কুল
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement