South Dinajpur News: ৮০ টাকায় নাইট স্টে, জলের দরে খাবার...! এবার বালুরঘাটে দুর্দান্ত পরিষেবা, কাঁড়ি কাঁড়ি টাকা খসবে না রোগীর পরিজনদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: অত্যাধুনিক মানের পরিকাঠামোযুক্ত রাত্রিনিবাসে অতি স্বল্প মূল্যে রাত্রিকালীন থাকা ও ক্যান্টিন পরিষেবার সুযোগ মিলল রোগীর পরিজনদের।
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বালুরঘাট পুরসভার উদ্যোগে রোগীর পরিজনদের জন্য চালু হল রাত্রিনিবাস। সঙ্গে বাড়তি পাওনা ক্যান্টিন পরিষেবা। উদ্বোধন হলেও তারপর দীর্ঘ বছর পেরিয়ে নবনির্বিত রাত্রিনিবাসে রোগীর পরিজনদের ঠাঁই মেলেনি কোনও এক অজানা কারণে। অবশেষে অত্যাধুনিক মানের পরিকাঠামোযুক্ত রাত্রিনিবাসে অতি স্বল্প মূল্যে রাত্রিকালীন থাকা ও খাওয়ার সুযোগ মিলল রোগীর পরিজনদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, পুরসভা প্রতিনিধি এবং এলাকার বিশিষ্টজনেরা। এই ক্যান্টিন এখন থেকে দিনের পাশাপাশি রাতেও খোলা থাকবে এবং ২৪ ঘন্টা রোগী, তাদের পরিজন ও হাসপাতালের কর্মীদের জন্য খাবার সরবরাহ করবে।
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, “রোগী ও তাদের পরিজনরা রাত্রিবেলা থাকা ও খাবারের অভাবে চরম সমস্যার মুখোমুখি হন। তাই মাথা গোজার ঠাঁই হিসেবে এই রাত্রি নিবাসে ৮০ টাকায় থাকা ও স্বল্প মূল্যে উন্নতমানের নতুন ক্যান্টিন পরিষেবা তাঁদের সেই সমস্যা অনেকটাই দূর করবে। সুলভ মূল্যে খাবার পাওয়ার ব্যবস্থা রাত্রিকালীন পরিষেবার বড় দিক। পুরসভার অঙ্গীকার, বালুরঘাটবাসীর জন্য উন্নততর স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিপূরক পরিষেবা নিশ্চিত করা।”
advertisement
advertisement
তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতালের উপর সিংহভাগ মানুষ নির্ভরশীল। এর ফলে প্রতিদিন প্রচুর রোগীর আনাগোনা হয়ে থাকে এই জেলা হাসপাতালে। হরিরামপুর, কুশমন্ডি, বংশীহারী, তপন, কুমারগঞ্জ সহ একাধিক এলাকার মানুষ জেলা হাসপাতালে পরিষেবা নিতে আসলে রোগীর হাসপাতালে জায়গা হলেও পরিজনদের একপ্রকার বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাত কাটতে বাধ্য হতেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আশেপাশে যে ধরনের হোটেল রয়েছে তাতে রাত্রি যাপন করা সাধারণ মানুষদের পক্ষে যথেষ্ট ব্যয়বহুল হয়ে পড়ে। সেইসব কথা মাথায় রেখে সম্পূর্ণ আধুনিক পরিকাঠামোযুক্ত এই রাত্রি নিবাসে স্বল্প মূল্যে রাত্রিকালীন থাকা ও ক্যান্টিন পরিষেবার এই উদ্যোগকে ঘিরে রোগী ও পরিজনদের মধ্যে স্বস্তি ও সন্তোষের আবহ দেখা গেছে।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 12, 2025 5:16 PM IST