South Dinajpur News : প্রচণ্ড গরমে বিদ্যুৎ নেই ‘এই’ এলাকায়! বিক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বিগত প্রায় ছয়দিন যাবত গ্রামে নেই বিদ্যুৎ৷ গ্রামে ঢুকতেই একমাত্র ট্রান্সফর্মারটি বিকল হয়ে রয়েছে৷
দক্ষিণ দিনাজপুর: বিগত প্রায় ছয়দিন যাবত গ্রামে নেই বিদ্যুৎ৷ গ্রামে ঢুকতেই একমাত্র ট্রান্সফর্মারটি বিকল হয়ে রয়েছে৷ এর ফলে গরমে নাজেহাল অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সনতারা এলাকাবাসীর।
এদিকে বিকল ট্রান্সফর্মার সারাইয়ের জন্য বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের অফিসে জানিয়েছেন গ্রামবাসীরা৷ প্রায় এক সপ্তাহ হতে চলল, এখনও পর্যন্ত বিকল ট্রান্সফর্মারটি সারাই বা বদলে দেওয়া হয়নি। যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন সনতারা গ্রামের শতাধিক গ্রামবাসী৷
advertisement
অবশেষে, বিকল ট্রান্সফর্মার সারাই দাবিতে রবিবার দুপুরে বালুরঘাট বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শতাধিক গ্রামবাসী। তাদের সাফ দাবি, নতুন ট্রান্সফর্মার না নিয়ে তারা আজ কোন ভাবেই যাবেন না।
advertisement
এদিকে বিদ্যুৎ দপ্তর ঘেরাও বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। এখনও পর্যন্ত বিদ্যুৎ দপ্তরেই বিক্ষোভ দেখাচ্ছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। অন্যদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে বালুরঘাট বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 18, 2023 5:21 PM IST







