Hospital Fire Case: দাউ দাউ করে জ্বলে উঠল আগুন, কালো ধোঁয়াতে ঢাকল হাসপাতাল, মৃত্যুভয়ে যা করল রোগীরা
Last Updated:
Hospital Fire Case: ফের সর্ট সার্কিট থেকে আগুন৷ এক মুহূর্তের মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে গেল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। স্যালাইনের বোতল হাতে নিয়ে প্রাণের ভয়ে দৌড়ে পালালেন রোগীরা ।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ি গ্রামীণ ব্লক হাসপাতালে।
ধূপগুড়ি: ফের সর্ট সার্কিট থেকে আগুন৷ এক মুহূর্তের মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে গেল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে। স্যালাইনের বোতল হাতে নিয়ে প্রাণের ভয়ে দৌড়ে পালালেন রোগীরা । ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়ি গ্রামীণ ব্লক হাসপাতালে।
সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে ৷ হাসপাতালের ভেতরে থাকা মেইন সুইচ বোর্ডে বিস্ফোরণ ঘটে বলে দাবি রোগীর আত্মীয়দের। আর তাতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে রোগীদের মধ্যে। নিমেষের মধ্যে কালো ধোয়াতে ঢেকে যায় গোটা হাসপাতাল, তেমনটাই দাবি রোগী ও তাদের আত্মীয় দের। আতঙ্কে রোগীরা স্যালাইনের বোতল হাতে নিয়েই প্রানের ভয়ে হাসপাতালের বাইরে বেরিয়ে আসেন।
advertisement
advertisement
আরও পড়ুন: Panchayat Election 2023: এক ফোনেই হবে কাজ! ক্যানিং থেকে ফিরেই ভোটের আগে বিরাট পদক্ষেপ রাজ্যপালের
ভয়ঙ্কর পরিস্থিতি দেখে রোগীর আত্মীয়রা ছুটে যান আগুন নেভাতে। এমনকী হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় ফায়ার এক্সটিং গুইসার দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় রোগী ও তার আত্মীয়রা। গত এক মাসে এই নিয়ে পরপর দু’বার আগুন লাগার ঘটনা ঘটল বলে দাবি রোগী নিয়ে আসা বিজেপি নেতার । হাসপাতালের বেহাল অবস্থা নিয়ে স্বাস্থ্য দপ্তরকে দূষেছেন বিজেপি নেতৃত্ব।
advertisement
রকি চৌধুরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 1:56 PM IST