South Dinajpur News: লাখ লাখ টাকার এত সুন্দর বিল্ডিং...! অথচ বসল না 'পাম্প'! অবাক করছে স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী থেকে উপভোক্তাদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: জল সরবরাহের জন্য পাইপ রয়েছে সর্বত্রই শুধু জল তোলার জন্য পাম্প না থাকায় সমস্যায় স্বাস্থ্যকর্মী থেকে রোগীরা।
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘ বছর ধরে টিনের ঘরে চলছিল স্বাস্থ্যকেন্দ্র। প্রায় দু’বছর আগে নতুনভাবে পাকা হয়েছে। একটি স্বাস্থ্য কেন্দ্রে যা যা প্রয়োজন প্রায় সমস্ত কিছুই রয়েছে। তবে তৃষ্ণা মেটাতে বা শৌচালয়ে যেতে হলে রোগী বা তাঁর পরিজনদের ছুটতে হয় আশপাশ এলাকায়। জল সরবরাহের জন্য পাইপ রয়েছে সর্বত্রই শুধু জল তোলার জন্য পাম্প না থাকায় এই অবস্থা। এমনই দৃশ্য বালুরঘাট ব্লকের বড় কাশিপুর সুস্বাস্থ্য কেন্দ্রে। লক্ষ লক্ষ টাকা খরচ করে দালান তৈরি হলেও একটা পাম্প কেন বসানো গেল না তা নিয়ে উঠছে প্রশ্ন।
এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বিএমওএইচ ডক্টর অপর্ণা সরকার জানান, “স্বাস্থ্য কেন্দ্রটির জলের সমস্যার বিষয়টি স্বাস্থ্য দফতরে জানানো হয়েছে, আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান করা হবে।”
advertisement
বর্তমানে এই সেন্টারে কমিউনিটি হেলথ অফিসার সহ নয় জন মহিলা স্বাস্থ্যকর্মী রয়েছেন। সকাল ন’টা থেকে বিকাল তিনটে পর্যন্ত টানা ছয় ঘন্টা তাঁরা টানা কাজ করেন। জল না থাকায় তাঁরা শৌচালয় ব্যবহার করতে পারছেন না। সমস্যার কথা বিভিন্ন মহলে জানালেও কাজ হয়নি। জল কষ্টে জেরবার সুস্বাস্থ্য কেন্দ্রে আসা স্বাস্থ্যকর্মী থেকে রোগী ও তাঁর পরিবার পরিজনেরা। জল না থাকায় মহিলাদের চরম সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিস্থিতি মোকাবিলায় সুস্বাস্থ্য কেন্দ্রটিতে দু’বার টিউবওয়েল বসানো হয়েছিল। কিন্তু তাও চুরি হয়ে যায়। এক মাসে পরপর দুটো টিউবওয়েল চুরি হওয়ায় সে ঝুঁকি আর পরে নেওয়া হয়নি। বাড়ির পাম্প দিয়ে কয়দিন জল তোলার ব্যবস্থা করেছিলেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য অনুকূল চন্দ্র দাস। কিন্তু বেশিদিন তাঁর পক্ষে দেওয়া সম্ভব নয়। তাঁর দাবি, জলের সমস্যায় সুস্বাস্থ্য কেন্দ্র ভুগছে। এখন স্থায়ী সমাধান প্রয়োজন।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 09, 2025 5:58 PM IST