Siliguri News: বিশেষভাবে সক্ষমদের ভাইফোঁটা

Last Updated:

শিলিগুড়ির বাবুপাড়ার শক্তি সোপান ক্লাবে ১২ জন ভাই ও ৫ জন বোনদের নিয়ে দিনটি উদযাপন করা হয়

+
title=

শিলিগুড়ি: ভাইফোঁটা হল ভাই-বোনেদের অতি প্রিয় উৎসব। প্রতিবছর এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করে থাকেন তাঁরা। তবে অনেকের ক্ষেত্রেই ভাই অথবা বোন না থাকার জন্য তাঁরা এই আনন্দ থেকে বঞ্চিত হন। বিশেষ চাহিদা সম্পন্ন হওয়ার দরুন কিছু মানুষকে একান্তে কাটাতে হয় এই দিনটিকে। তাই তাঁদের নিয়ে ভাইফোঁটা পালন সমাজসেবীদের। ২০০৪ সাল থেকে শারীরিক ও মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষমদের নিয়ে ভাইফোঁটার আয়োজন করে আসছে অনুভব। প্রতিবছর অনুভবের ছেলেমেয়েদের নিয়ে এই দিনটিকে পালন করা হয়। বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করেন।
এদিন শিলিগুড়ির বাবুপাড়ার শক্তি সোপান ক্লাবে ১২ জন ভাই ও ৫ জন বোনদের নিয়ে দিনটি উদযাপন করা হয়। প্রতিদিন এই দিনটির অপেক্ষায় থাকে রুমকি, পিঙ্কু, রাজকুমাররা। এদিন সকাল থেকেই খুব উত্তেজিত ছিল রাজকুমার রায়, বিষ্ণু রায়রা। শারীরিক ও মানসিক দিক থেকে বিশেষভাবে সক্ষম ওরা বাড়ি থেকে খুব একটা বের হয় না। তাই এই ধরনের উৎসব। সকলের সঙ্গে দেখা করার দিনগুলিতে তারা ভীষণ আনন্দে থাকে। ওদের খুশি দেখে আবেগঘন অভিভাবকরাও। ভাইদের ফোঁটা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল পিঙ্কু, রুমকিরা। মিষ্টি, ফুল, ধূপকাঠি সহ অনেক কিছু দিয়ে ভাইদের বরণ করে নিয়ে ভাইফোঁটা সারেন তাঁরা।
advertisement
advertisement
অনুভব সংগঠনের ছেলেমেয়েদের সঙ্গে দিনটির আনন্দ ভাগ করে নেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, সিপি সি সুধাকর, কাউন্সিলর সিক্তা দে বসু রায়। এছাড়া ক্লাবের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দিনটিকে এত সুন্দরভাবে উপভোগ করতে পেরে খুশি, এমনটাই জানান আগত অতিথিরা। ডা: পার্থপ্রতিম পান এদিন ১৭ জনের হাতে কম্বল ও ক্লাবের তরফে জামা উপহার হিসেবে তুলে দেন।
advertisement
অনুভবের কর্ণধার প্রদীপ দাশগুপ্তের কথায়, এই ছেলেমেয়েগুলোর জন্য কিছু করতে পারলে আমাদের খুব ভাল লাগে। ওদের খুশি রাখাটাই উদ্দেশ্য। অনেক বছর ধরে এই অনুষ্ঠান করছি। সবাই খুব ভালবাসে, উৎসাহ দেয়। ভবিষ্যতেও এই ধরনের কাজ করব।
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: বিশেষভাবে সক্ষমদের ভাইফোঁটা
Next Article
advertisement
Bihar Assembly Elections Update: হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভরাডুবি!
হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যন্ত জয়ী তেজস্বী, রাঘোপুরে মুখ রক্ষা হলেও বিহারে মহাজোটের ভ
  • রাঘোপুর কেন্দ্র থেকে জয়ী তেজস্বী যাদব৷

  • হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হারালেন বিজেপি প্রার্থীকে৷

  • ১৪৫৩২ ভোটে জয়ী তেজস্বী৷

VIEW MORE
advertisement
advertisement