Sittong Tourism: মেঘ-কুয়াশা সঙ্গে কমলালেবু, কয়েকদিন ঘুরে আসুন শিটং থেকে!

Last Updated:

Sittong Tourism: পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রাম সিটং। এটি উত্তরের কমলালেবুর গ্রাম বলেই পরিচিত। প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে প্রচুর ভ্রমণপ্রেমী মানুষ কমলালেবু দেখতে ভিড় জমায় এই গ্রামে।

+
সিটং

সিটং এর কমলালেবু

দার্জিলিং: শীতের মরসুমে রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছেন, পাশে গাছে ঝুলছে রসে টইটম্বুর কমলালেবু। শীতের আমেজে সোয়েটার বা চাদরে কান ঢেকেছেন, হাত ঢেকেছেন গ্লাভসে। তবে গাছে কমলালেবু ঝুলতে দেখার জন্য প্রতি শীতে বহু সংখ্যক পর্যটক ছুটে যায় উত্তরবঙ্গের এই অফবিট স্থানে। পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রাম সিটং। এটি উত্তরের কমলালেবুর গ্রাম বলেই পরিচিত। প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে প্রচুর ভ্রমণপ্রেমী মানুষ কমলালেবু দেখতে ভিড় জমান এই গ্রামে। তবে এবছর কিন্তু টিকিট কেটে এই কমলালেবুর বাগানে ঢুকতে হচ্ছে।
এই গ্রামের এক কমলা লেবু বাগানের মালিক বলেন, “প্রত্যেক বছরের মতো এ বছরও কমলালেবু দেখতে ভিড় একদম উপচে পড়েছে। চারিদিকে সারি সারি কমলা ফলেছে আমাদের বাগানে। আর এই কমলালেবু দেখে সেলফি তুলতে ব্যস্ত পর্যটকরা।”
আরও পড়ুন Cheap Chop: সস্তার মোচার চপে কামড় দিয়েই মন ভরছে সকলের, দামও জাস্ট ৫টাকা!
এখন কমলালেবুর বাগানে প্রবেশ করতে নেওয়া হচ্ছে ৫০ টাকা। তাতে কী। সিটং-এ এসে কমলালবুর বাগানে ঢুকতে কেউ বাদ রাখছে না। সিটং-এর আসল বৈশিষ্ট্য হল দার্জিলিংয়ের বিখ্যাত কমলালেবুর সিংহভাগই উৎপন্ন হয় এই সিটং গ্রামে। যেদিকেই চোখ যাবে দেখবেন গাছে ঝুলছে পাকা কমলালেবু।
advertisement
advertisement
গাছে কমলালেবু ঝুলছে দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে ডিসেম্বর- জানুয়ারি। এই সময় বেশ ভাল শীত উপভোগ করতে পারবেন। দেখবেন পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে মেঘ-কুয়াশার খেলা। আর তা যেন কমলালেবুর গ্রামকে আরও রহস্যময় করে তোলে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। চারদিকে একাধিক পাহাড়ের বরফে মাখা চূড়া চোখে পড়ে।
advertisement
আরও পড়ুন   Tasty Chicken Dish: কোন পাতায় পুড়িয়ে তৈরি হচ্ছে চিকেনের স্বাদ অসাধারণ? জানেন কী খাবার এটি?
এনজেপি থেকে সিটং এর দূরত্ব ৫৫ কিলোমিটার। আড়াই ঘণ্টা মতো সময় লাগে। রিজার্ভ করে আসলে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা। সিটং-এ রয়েছে একাধিক হোমস্টে। তবে শীতের সময় অনেক পর্যটকই এখানে আসেন কমলালেবু দেখতে। তাই থাকার জায়গার অভাব পড়তেই পারে। আগে থেকে সেক্ষেত্রে বুক করে আসাই ভাল।
advertisement
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sittong Tourism: মেঘ-কুয়াশা সঙ্গে কমলালেবু, কয়েকদিন ঘুরে আসুন শিটং থেকে!
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement