Sittong Tourism: মেঘ-কুয়াশা সঙ্গে কমলালেবু, কয়েকদিন ঘুরে আসুন শিটং থেকে!

Last Updated:

Sittong Tourism: পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রাম সিটং। এটি উত্তরের কমলালেবুর গ্রাম বলেই পরিচিত। প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে প্রচুর ভ্রমণপ্রেমী মানুষ কমলালেবু দেখতে ভিড় জমায় এই গ্রামে।

+
সিটং

সিটং এর কমলালেবু

দার্জিলিং: শীতের মরসুমে রাস্তার ধার দিয়ে হেঁটে চলেছেন, পাশে গাছে ঝুলছে রসে টইটম্বুর কমলালেবু। শীতের আমেজে সোয়েটার বা চাদরে কান ঢেকেছেন, হাত ঢেকেছেন গ্লাভসে। তবে গাছে কমলালেবু ঝুলতে দেখার জন্য প্রতি শীতে বহু সংখ্যক পর্যটক ছুটে যায় উত্তরবঙ্গের এই অফবিট স্থানে। পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং জেলার এই ছোট্ট গ্রাম সিটং। এটি উত্তরের কমলালেবুর গ্রাম বলেই পরিচিত। প্রত্যেক বছরই দূর দূরান্ত থেকে প্রচুর ভ্রমণপ্রেমী মানুষ কমলালেবু দেখতে ভিড় জমান এই গ্রামে। তবে এবছর কিন্তু টিকিট কেটে এই কমলালেবুর বাগানে ঢুকতে হচ্ছে।
এই গ্রামের এক কমলা লেবু বাগানের মালিক বলেন, “প্রত্যেক বছরের মতো এ বছরও কমলালেবু দেখতে ভিড় একদম উপচে পড়েছে। চারিদিকে সারি সারি কমলা ফলেছে আমাদের বাগানে। আর এই কমলালেবু দেখে সেলফি তুলতে ব্যস্ত পর্যটকরা।”
আরও পড়ুন Cheap Chop: সস্তার মোচার চপে কামড় দিয়েই মন ভরছে সকলের, দামও জাস্ট ৫টাকা!
এখন কমলালেবুর বাগানে প্রবেশ করতে নেওয়া হচ্ছে ৫০ টাকা। তাতে কী। সিটং-এ এসে কমলালবুর বাগানে ঢুকতে কেউ বাদ রাখছে না। সিটং-এর আসল বৈশিষ্ট্য হল দার্জিলিংয়ের বিখ্যাত কমলালেবুর সিংহভাগই উৎপন্ন হয় এই সিটং গ্রামে। যেদিকেই চোখ যাবে দেখবেন গাছে ঝুলছে পাকা কমলালেবু।
advertisement
advertisement
গাছে কমলালেবু ঝুলছে দেখতে হলে আপনাকে এখানে আসতে হবে ডিসেম্বর- জানুয়ারি। এই সময় বেশ ভাল শীত উপভোগ করতে পারবেন। দেখবেন পাহাড়ি রাস্তার ঢাল বেয়ে মেঘ-কুয়াশার খেলা। আর তা যেন কমলালেবুর গ্রামকে আরও রহস্যময় করে তোলে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে প্রাকৃতিক সৌন্দর্যও অপরূপ। চারদিকে একাধিক পাহাড়ের বরফে মাখা চূড়া চোখে পড়ে।
advertisement
আরও পড়ুন   Tasty Chicken Dish: কোন পাতায় পুড়িয়ে তৈরি হচ্ছে চিকেনের স্বাদ অসাধারণ? জানেন কী খাবার এটি?
এনজেপি থেকে সিটং এর দূরত্ব ৫৫ কিলোমিটার। আড়াই ঘণ্টা মতো সময় লাগে। রিজার্ভ করে আসলে ভাড়া পড়বে ২৫০০ থেকে ৩০০০ টাকা। সিটং-এ রয়েছে একাধিক হোমস্টে। তবে শীতের সময় অনেক পর্যটকই এখানে আসেন কমলালেবু দেখতে। তাই থাকার জায়গার অভাব পড়তেই পারে। আগে থেকে সেক্ষেত্রে বুক করে আসাই ভাল।
advertisement
অনির্বাণ রায়
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Sittong Tourism: মেঘ-কুয়াশা সঙ্গে কমলালেবু, কয়েকদিন ঘুরে আসুন শিটং থেকে!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement