SIR in West Bengal: বিয়ের পর শ্বশুরবাড়িতে! দুই ভোটার তালিকায় নাম? এবার জানুন প্রশাসনের সহজ সমাধান
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
SIR in West Bengal: আপনি কি বিবাহিত? বাপের বাড়ি ও শশুরবাড়ি ভোটার তালিকায় নাম রয়েছে দু-জায়গাতেই? কীভাবে ঠিক করবেন ভোটার কার্ড? সহজ পদ্ধতি জানুন...
জলপাইগুড়ি, সুরজিৎ দে: আপনি কি বিবাহিত? বাপের বাড়ি ও শশুর বাড়ি ভোটার তালিকায় নাম রয়েছে দু জায়গাতেই..! এসআইআর শুরু হওয়ায় চিন্তায় রয়েছেন কী করবেন? এবার চিন্তার হবে অবসান …কারণ উপায় বা তলে দিলেন প্রশাসনিক আধিকারিক।
এসআইআর করা হয় মূলত ভোটার তালিকা থেকে মৃত এবং ভুয়ো ভোটারের নাম বাদ দিয়ে স্বচ্ছ ভোটার তালিকা নির্মাণ। এর আগেও এসআইআর রাজ্যে হয়েছে। কিন্তু এখন বহু প্রশ্ন সামনে আসছে এই এসআইআরকে কেন্দ্র করে। বিশেষত বিয়ের পর নারীদের ক্ষেত্রে যেখানে একসঙ্গে দুই জায়গায় নাম থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সমস্যা নিয়ে প্রতিকারের সরল ও বাস্তবধর্মী উপায় জানিয়েছেন জেলা প্রশাসনিক কর্মকর্তা।
advertisement
আরও পড়ুন: ক্র্যাশ করে গিয়েছিল, এসআইআর আবহে নতুন ওয়েবসাইট খুলল কমিশন! দেখতে পাবেন ২০০২-এর ভোটার তালিকাও
এ বিষয়ে বিএলও সুমিত হোমরায় জানিয়েছেন, বিয়ের পরে অনেক নারীর নাম এক সময় বাপের বাড়িতেও থাকে, অন্যবার শ্বশুরবাড়িতেও উঠে আসে। এ ধরনের দ্বৈত নাম থাকা ভয়ের কিছু নয়। কর্মকর্তার নির্দেশ অনুযায়ী, যেই জায়গায় আগে নাম ছিল (বাপের বাড়ি) সেই পেজের জেরক্স কপি এবং বর্তমানে যেখানে নাম উঠেছে (শ্বশুরবাড়ি) তার জেরক্স কপি উদ্ধার করে সংরক্ষণ করতে হবে। এরপর জাতীয় ভোটার তালিকা (BLO) কর্মীর কাছে তথ্য পেশ করলে তিনি প্রয়োজনীয় নম্বর সংগ্রহ করে নথিভুক্তি দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আর নাম কেটে ফেলার বিষয়ে কোনও ঝুঁকি থাকবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: কোথায় ভোটার লিস্ট? কোথায় নাম? এসআইআর শুরু হওয়ার আগেই এমন কাণ্ড! গুমা জুড়ে আতঙ্ক, কী হবে এবার?
তিনি আরও ব্যখ্যা করেছেন, ২০০২ সালে যদি সেই বিবাহিত মহিলা ২০০২ সালে ভোট না দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাঁর বাবা-মা যে ভোট দিয়েছেন এবং তাদের নাম তালিকায় রয়েছে সেই পাতাটির জেরক্স কপি রাখতে হবে। তাহলে সেটি নিয়ে চিন্তার কারণ নেই। সাধারণত এক স্থানেই বিবাহিত মহিলার নাম থাকবে এবং অপরটি কর্তৃপক্ষের যাচাই-বাছাই শেষে কেটে দেওয়া হবে। এতে ভোটার তালিকা শুদ্ধ থাকবে এবং নাগরিকদের উদ্বেগ নিরসন হবে। স্থানীয়দের জন্য পরামর্শ, সংশ্লিষ্ট নথি সংগ্রহ করে রাখুন। প্রশাসন সহায়তা করতে সদা প্রস্তুত।এসআইআর নিয়ে অযথা ভয় কিংবা আতঙ্ক না করে সচেতন থাকুন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
October 31, 2025 5:41 PM IST

 
              