Vaccination: পুজোর পরেই কি খুলবে স্কুল-কলেজ? শিলিগুড়িতে শুরু পড়ুয়াদের বিনামূল্যে টিকাকরণ

Last Updated:

Vaccination: কলেজ পড়ুয়াদের টিকাকরণ (Vaccination) প্রক্রিয়া শুরু হল শিলিগুড়িতে। শহরের সাতটি কলেজে ছাত্র এবং ছাত্রীদের বিনামূল্যে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে পুরসভা।

#দার্জিলিং: পুজোর পরে খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। এমনই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড (Covid) বিধি মেনেই হবে ক্লাস। সম্ভাবনা বাড়ছে। আর তাই কলেজ পড়ুয়াদের টিকাকরণ (Vaccination) প্রক্রিয়া শুরু হল শিলিগুড়িতে। শহরের সাতটি কলেজে ছাত্র এবং ছাত্রীদের বিনামূল্যে টিকা দেওয়ার প্রক্রিয়া শুরুর উদ্যোগ নিয়েছে পুরসভা। আজ শিলিগুড়ি কলেজের আনুষ্ঠানিক সূচনা করেন পুর প্রশাসক গৌতম দেব। প্রথম দিনেই টিকা নিতে লম্বা লাইন পড়ে যায় শিলিগুড়ি কলেজে। অন্য কলেজগুলোতেও একই ছবি।
প্রতিদিন কলেজে এক হাজার পড়ুয়াকে টিকা দেওয়া হবে বলে পুরসভা জানিয়েছে। চলতি মাসের মধ্যেই পড়ুয়াদের প্রথম ডোজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে পুরসভা। ১৮ বছরের উর্ধ্বে যারা রয়েছেন তাদের টিকাকরণের হার তুলনায় কম দার্জিলিং জেলার পাহাড় ও সমতলে। তাই দ্রুত গতিতে টিকাকরণই এখন লক্ষ্য। প্রথম দফায় সরকারি কলেজগুলিতে শুরু হয়েছে এই প্রক্রিয়া। কিছু দিনের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও এর আওতাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে অন্য টিকাকেন্দ্রগুলিতে ভিড়ের চাপ যেমন কমবে, তেমনই টিকাকরণের গতিও বাড়বে।
advertisement
advertisement
গত বছর থেকে কোভিডের জেরে বন্ধ স্কুল, কলেজ। অনলাইনে চলছে ক্লাস। কিন্তু এতে খুশি নন পড়ুয়াদের বড় অংশ ও তাঁদের অভিভাবকেরা। দাবি উঠেছে, স্বাস্থ্য বিধি মেনে এবার খুলে যাক স্কুল ও কলেজের বন্ধ গেট। মুখ্যমন্ত্রীও সম্প্রতি বলেছেন, পূজার পর স্কুল, কলেজ খোলার বিষয়টি ভাবা হচ্ছে। সেকথা মাথায় রেখেই পুরসভার এই উদ্যোগ বলে জানান প্রশাসক গৌতম দেব। তিনি জানান, ধারাবাহিকভাবে চলবে টিকাকরণ। প্রতিটি পড়ুয়ার টিকাকরণ করানো হবে।
advertisement
আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি দীপশিখা রায়, অঙ্কিতা সিনহার মতো কলেজ পড়ুয়ারা। তাদের সাফ কথা, "আর অনলাইনে ক্লাস ভালো লাগছে না। টিকা বাইরে থেকে নিলে একদিকে যেমন ব্যয়সাপেক্ষ, তেমনই লাইনে ঠাঁই দাঁড়ানোটাও চ্যালেঞ্জের। তাই এহেন উদ্যোগ প্রশংসনীয়।" দার্জিলিং জেলায় গত ৭ সেপ্টেম্বর পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছে ৯ লক্ষ ১৯ হাজার ৪০৫ জন। দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে ৩ লাখ ৫৮ হাজার ৫৩২ জনের।
advertisement
Partha Sarkar 
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Vaccination: পুজোর পরেই কি খুলবে স্কুল-কলেজ? শিলিগুড়িতে শুরু পড়ুয়াদের বিনামূল্যে টিকাকরণ
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement