শিলিগুড়ি: ফের শিলিগুড়ির মুকুটে জুড়ল আরেক পালক। এবার পর্বতারোহনে শিলিগুড়ির একদল পর্বতারোহী তাঁদের শহরের নাম উজ্জ্বল করলেন। হিমাচল প্রদেশের লাহুল উপত্যাকায় ২০ হাজার ৫০ ফুট উচ্চতার মাউন্ট ইউনাম (Mount Yunam Peak) জয় করলেন তাঁরা। গত ২৬ অগস্ট রাত দুটোয় ক্যাম্প ওয়ান থেকে রওনা দিয়ে পরের দিন সকাল সাড়ে আটটায় মাউন্ট ইউনাম শৃঙ্গে পা রাখে এই পর্বতারোহী দলটি।
নর্থবেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের উদ্যোগে দীপঙ্কর দে-র নেতৃত্বে আটজন সদস্যের পর্বতারোহী দলটি শিলিগুড়ি থেকে গত ১৭ অগস্ট ৬,১১১ মিটার উচ্চতায় মাউন্ট ইউনামের উদ্দেশ্যে রওনা হয়। সবরকম শারীরিক ও মানসিক প্রস্তুতি নিয়ে দলটির ছয়জন সদস্য দীপঙ্কর দে, ডাঃ স্বরূপ কুমার খাঁ, শুভজিৎ ভদ্র, ডাঃ অনিক মণ্ডল, আজিমুন আখতার, আগমনী দত্ত মাউন্ট ইউনাম জয় করেন। অভিযাত্রী দলের সঙ্গে ছিলেন দুই সহযোগী রাহুল এবং মন্নু নেগি। বর্তমানে অভিযাত্রী দলের সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে।
ভাস্কর চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Himachal Pradesh, Siliguri