PM Modi: বিজেপির পোস্টার ছিঁড়ে মোদির মুখে গোবর লেপে দেওয়ার অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা!
- Published by:Raima Chakraborty
Last Updated:
শহরের একাধিক ওয়ার্ডে বিজেপির পোষ্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। পাশাপাশি বিজেপির পোষ্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে গোবর লেপে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে।
#শিলিগুড়ি: শহরের একাধিক ওয়ার্ডে বিজেপির পোষ্টার ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। পাশাপাশি বিজেপির পোষ্টারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে গোবর লেপে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়িতে। আর এ নিয়েই একে অপরের গায়ে দোষারোপের নামাবলী জড়ালেন তৃণমূল এবং বিজেপি। শিলিগুড়ি পুরসভার ১৬, ২১ নং ওয়ার্ডের একাধিক জায়গায় এই ধরনের ছবি ধরা পড়েছে। পোস্টার ছিঁড়ে রাস্তার ধারে ফেলে রাখা হয় ২১ নং ওয়ার্ডের একাধিক জায়গায়।
অন্যদিকে, ১৬ নং ওয়ার্ডে মোদীর মুখ লেপে দেওয়া হয় গোবর দিয়ে। এ নিয়ে তৃনমূলের দিকে সরাসরি অভিযোগের আঙ্গুল না তুললেও শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের অভিযোগ, বিপুল ভোটে হারতে চলেছে যারা তারাই এই ধরনের কাজ করেছে। শিলিগুড়ি শহরে এই ধরনের রাজনীতি ছিলো না। নোংরা, অপসংস্কৃতির আমদানি হয়েছে রাজনীতিতে। যা কোনও মতেই কাম্য নয়। ভোটের লড়াই হোক ইস্যু নিয়ে, নীতি নিয়ে। এর আগেও শহরে এমনটা হয়েছে। রাতের অন্ধকারে পোস্টার সাঁটানো হয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ায় এই ধরনের রাজনীতির আমদানি হয়। গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হবে বলে তিনি জানিয়েছেন।
advertisement
যদিও বিজেপির তোলা অভিযোগকে আমল দিতে নারাজ শিলিগুড়ি বিধানসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। তাঁর দাবি, রাজনীতিতে সুস্থ প্রতিযোগিতা কাম্য। বিজেপিই সস্তা প্রচার পাওয়ার লক্ষ্যে এই ধরনের কাজ নিজেরাই করেছে। পশ্চিমবঙ্গে এই ধরনের রাজনীতির আমদানি করেছে বিজেপি। এই ধরনের পোস্টার ছেঁড়ার রাজনীতির সঙ্গে তৃণমূলের কোনও কর্মী, সমর্থক জড়িত নয়। অহেতুক এ নিয়ে রাজনীতি করছে বিজেপি। প্রসঙ্গত শহরে পোস্টার ছেঁড়ার রাজনীতি নতুন নয়। এর আগেও একাধিক নির্বাচনে পোস্টার, ফ্লেক্স, ফেস্টুন ছেঁড়ার রাজনীতি হয়েছে শহরে। তবে এবারে ভোট এগিয়ে আসতেই এই ধরনের লড়াই শুরু হয়েছে। সম্প্রতি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে শহরজুড়ে পোস্টার সাঁটানো হয়। ব্যক্তিগত আক্রমণ করে পোস্টার সাঁটানো হয়। এই ধরনের রাজনীতি পছন্দ নয় সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যেরও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 02, 2021 7:52 PM IST