পথ অবরোধ ঘিরে পুলিশ-বিজেপি ব্যপক ধস্তাধস্তি শিলিগুড়িতে, দুই বিধায়ক গ্রেফতার, তারপর...
- Written by:Partha Pratim Sarkar
- Published by:Debalina Datta
Last Updated:
পুরসভার বিরোধী দলনেতাকে মারধোরের ঘটনায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর, শাসকের বিরুদ্ধে একসুর বিজেপি-কংগ্রেসের!
# শিলিগুড়ি: বালি পাথর সরবরাহ করা নিয়ে সিণ্ডিকেট রাজ চালানোর অভিযোগ। অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদীপ গোয়েলের বিরুদ্ধে। গতকাল ওয়ার্ডের একটি নতুন বিল্ডিংয়ের জন্যে বালি, পাথর আনলোড করা হচ্ছিল। বিজেপির অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর সদলবলে গিয়ে সেখানে বলে আসেন, বালি, পাথর নিতে হলে তাদের থেকেই নিতে হবে। এ নিয়ে ঝামেলা শুরু।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার বিরোধী দলনেতা অমিত জৈন। শাসক দলের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ তাঁর। ঘটনাটি ঘটেছে একদিন আগে রাতে অগ্রসেন রোডে। আহত বিরোধী দলনেতা শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত কাউন্সিলর জানান, রাতে বালি-পাথর নিয়ে গোলমাল হচ্ছিল ওয়ার্ডে। তা মেটাতে গেলে আচমকা তাঁর ওপর চড়াও হন প্রাক্তন কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা।
advertisement
আরও পড়ুন - ‘Get Well Soon’ পন্থকে রিয়েল ফাইটার বলে লড়াইতে উদ্ধুদ্ধ করার চেষ্টা বোর্ডের, রইল ভিডিও
advertisement
যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার কিরেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রদীপ গোয়েল। তাঁর পালটা দাবি, ওইসময় তিনি ছিলেন না। পরে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। আর এই ধরনের সিণ্ডিকেটের সঙ্গে তিনি কোনও দিনই জড়িত নন। শাসকের বিরুদ্ধেই অভিযোগ তুলে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপির জেলা সভাপতি আনন্দ বর্মনের।
advertisement
Siliguri Newsহাসপাতালে গিয়ে আক্রান্ত বিরোধী দলনেতাকে দেখতে গিয়ে একই সুরে তৃণমূলকে আক্রমণ জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকারেরও। তাঁর দাবি, শহরে বিরোধী দলনেতারই নিরাপত্তা নেই। শহরের রাজনৈতিক সংস্কৃতি হারাতে বসছে।
আরও পড়ুন - Rishabh Pant Health Update: দেবদূতের মতো সেদিন বাঁচিয়েছিলেন, দেখতে গেলেন পন্থকে, সামনে এল লেটেস্ট ফটো
advertisement
পুরসভার বিরোধী দলনেতা নিগ্রহে নীরব পুলিশ। শহরের আইন শৃঙখলা ভেঙে পড়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শিলিগুড়ির রাস্তায় নামে বিজেপি। আজ বিকেলে ধিক্কার মিছিল করে তাঁরা। মিছিল শেষে হাসমিচকে পথ অবরোধে বসে বিজেপি নেতা, কর্মীরা, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ব্যপক ধাক্কাধাক্কি। প্রথমে বচসা এবং পরে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে চলে ধস্তাধস্তি। পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। বিজেপি বিধায়ক আনন্দ বর্মন, দূর্গা মূর্মূ সহ অন্য নেতা, কর্মীদের গ্রেফতার করে। এতে উত্তেজনা আরো ছড়ায়।হাসমিচক থেকে পুলিশের গাড়িতে তুলেও থানায় না ঢুকিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয় দুই বিধায়ককে বলে অভিযোগ। প্রতিবাদে ফের অবরোধে বসে তারা। পরে অবরোধ তুলে আবার গাড়িতে করে দুই বিধায়ককে আনা হল থানায়। "দু'দু'বার গ্রেফতার করা হয়েছে। এই হল পুলিশি ব্যবস্থা রাজ্যে।" শিলিগুড়ি থানায় ক্ষোভ বিজেপি বিধায়ক তথা জেলা সভাপতি আনন্দ বর্মনের। পরে অবশ্য ব্যক্তিগত বণ্ডে ছেড়ে দেওয়া হয় তাদের।
advertisement
Partha Pratim Sarkar
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jan 04, 2023 7:27 AM IST










