Rishabh Pant Health Update: দেবদূতের মতো সেদিন বাঁচিয়েছিলেন, দেখতে গেলেন পন্থকে, সামনে এল লেটেস্ট ফটো
- Published by:Debalina Datta
Last Updated:
Rishabh Pant's latest health update- রয়েছেন কেবিনে, হয়ত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে বিদেশে৷
advertisement
যেহেতু ঋষভ পন্থের পুড়ে যাওয়ার সমস্যা রয়েছে তাই ইনফেকশন বা সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে৷ তাই সোমবারই তাঁকে আইসিইউ থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তরিত করা হয়েছে৷ বিসিসিআই নিজেদের জারি করা বিবৃতিতে জানিয়েছিল ঋষভ পন্থের কপালে দুটি কাটা , ডান হাঁটুর লিগামেন্ট ছেঁড়া, ডান হাতের কব্জিতে চোট, গোড়ালি এবং বুড়ো আঙুলে চোট হয়েছে৷ পাশাপাশি পুড়ে যাওয়ার সমস্যা রয়েছে পিঠে৷
advertisement
advertisement
advertisement
