WB Assembly Election 2021: 'টুম্পা সোনা', 'লুঙ্গি ডান্স' সুপারহিট, অশোক ভট্টাচার্যের সমর্থনে নয়া প্যারোডিতে মেতে শিলিগুড়ি

Last Updated:

প্যারোডি এল উত্তরের ভোট বাজারে। একুশের কুরুক্ষেত্রে তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেস সবেরই হাতিয়ার গান, প্যারোডি। পিছিয়ে নেই শহর শিলিগুড়িও।

#শিলিগুড়িঃ ব্রিগেডের সভা দিয়ে শুরু। সেই 'টুম্পা সোনা, একটা হাম্পি দে না।' ধাপে ধাপে আরও কয়েকটি প্যারোডি এল ভোটের বাজারে। পরবর্তীতে বাম প্রার্থী কান্তি গঙ্গোপাধ্যায়কে নিয়েও তৈরি হয় একটি প্যারোডি। এ বারে প্যারোডি এল উত্তরের ভোট বাজারে। একুশের কুরুক্ষেত্রে তৃণমূল, বিজেপি থেকে কংগ্রেস সবেরই হাতিয়ার গান, প্যারোডি। পিছিয়ে নেই শহর শিলিগুড়িও। শহরের দুই ছাত্র নেতার চেষ্টায় আজই আত্মপ্রকাশ করল বামেদের নয়া প্যারোডি। শিলিগুড়ির সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে প্যারোডি লিখলেন ছাত্র নেতা গৌরব সেনগুপ্ত। আর তাতে গলা মেলালেন আর এক ছাত্র নেতা অঙ্কিত দাস।
এখন শিলিগুড়ির ভোট রাজনীতিতে সুপার হিট। গান রিলিজের মূহূর্তেই মধ্যেই ছয়লাপ হয়ে যায় সোশ্যাল মিডিয়া। প্রচারের ঢল নামে। ফেসবুকে নিজের ওয়ালে পোস্ট করেছেন সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকারও। গানের মধ্য দিয়েই তৃণমূল ও বিজেপির আর্থিক দূর্ণীতি, স্বজনপোষণ, সরকারী নীতির কড়া সমালোচনা করা হয়েছে। প্যারোডিটি হল, 'ধিন তাক তাক চিতা চিতা, ধিন তাক তাক না। শিলিগুড়িতে এ বার ভোটে আবার অশোক দা!' পরের লাইন, 'উল্টে দেবো, পাল্টে দেবো, ভোটে বিজেমূলকে হারিয়ে দেবো!' আরও একটি সুর ধরা পড়েছে প্যারোডিতে। তা হল, 'বাচকে রহো বঙ্গবাসী, বাচকে রহো রে, সব তোলাবাজ বিষ ঝাড়েরা বিজেমূলে রে!' সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের পোড়খাওয়া নেতা অশোক ভট্টাচার্যকেও শেষ পর্যন্ত প্যারোডিরই আশ্রয় নিতে হল।
advertisement
advertisement
গানের লেখক গৌরব সেনগুপ্ত বলেন, "একুশের ভোট যুদ্ধে প্যারোডি নতুন আকর্ষণ। নতুন প্রজন্মের ভোটারদের টানতেই প্যারোডির বিকল্প নেই। তাই গানটি লিখে ফেললাম হিন্দি গানের সুরে।" গায়ক অঙ্কিত বলেন, বহুদিন বাদে গান গেয়ে ভালোই লাগছে। আর এই গানটি গাইতে পেরে গর্বিত।"
advertisement
"গান বরাবরই বামেদের কাছে বড় অস্ত্র। গানের মধ্য দিয়ে বিরোধীদের আক্রমণ তুলে ধরা বামেদের দীর্ঘদিনের অভ্যেস। এ বারে যুগের সঙ্গে তাল মিলিয়ে সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে করা হয়েছে। ব্রিগেড থেকে যার শুরু।" বললেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য। পাল্টা খোঁচা দিয়েছেন বিজেপি প্রার্থী সদ্য সিপিএম ত্যাগী শঙ্কর ঘোষ। বলেন, "ওদের বিদায় ঘন্টা বেজে গিয়েছে। অমাবস্যার রাতে চাঁদ দেখা যেতে পারে, কিন্তু বাম, কংগ্রেস, আইএসএফ জোট ক্ষমতায় আসতে পারবে না। কোনও প্যারোডিই ওদের বাঁচাতে পারবে না।"
advertisement
 Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
WB Assembly Election 2021: 'টুম্পা সোনা', 'লুঙ্গি ডান্স' সুপারহিট, অশোক ভট্টাচার্যের সমর্থনে নয়া প্যারোডিতে মেতে শিলিগুড়ি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement