Siliguri News: হতে পারত শহরের সৌন্দর্যের প্রতীক, অথচ ফুলেশ্বরী ও জোরাপানি আজ শিলিগুড়ির 'ক্যান্সার'!
- Published by:Suman Biswas
Last Updated:
Siliguri News: শিলিগুড়ির ফুলেশ্বরী ও জোরাপানি নদী আজ শহরের "ক্যান্সার"! নদী দূষণে বাড়ছে মশাবাহিত রোগ!
#শিলিগুড়ি: শহরের বুক চিড়ে নদী যাওয়া, অনেক শহরেই নেই বললেই চলে। সেখানে শিলিগুড়িতে (Siliguri) একটি নয়, দু'দুটি নদী বয়ে চলেছে শহরের মাঝখান দিয়ে। একটি ফুলেশ্বরী, অন্যটি জোরাপানি নদী। যা হতে পারত শহরের আশির্বাদ, আজ সেই দুটি নদী শহরের 'ক্যান্সার' হয়ে দাঁড়িয়েছে। একেই উত্তরবঙ্গে নদী দূষণে শীর্ষে মহানন্দা নদী। আর এই ফুলেশ্বরী ও জোরাপানিও অন্যতম দূষিত নদী।
শহরের বিভিন্ন বাজারের প্রতি দিনকার বর্জ্য ফেলা হয় নদী গর্ভে। আবার নদীর চর দখল হয়ে গড়ে উঠেছে জনবসতি। সেই জনবসতির যাতবীয় ব্যবহৃত বর্জ্যও প্রতিদিন ভেসে বেড়ায় এই দুই নদীর বুক দিয়ে। দূষণে টেকা দায়! আগে এই দুই নদীতে মিলতো উত্তরবঙ্গের অতি প্রিয় নদীয়ালী মাছ। আর আজ মাছ তো দূরের কথা, পোকামাকড়, কীটপতঙ্গেরও দেখা যায় না। একেই দিন দিন কমছে নদী দুটোর নাব্যতা। তারওপর দূষণ!
advertisement
advertisement
এনিয়ে তিতিবিরক্ত পরিবেশপ্রেমীরা। বহুবার আন্দোলন হয়েছে, ডেপুটেশন হয়েছে। প্রশাসনিক কর্তারা পরিদর্শনে গিয়ে 'দেখছি, দেখবো' বলে ঘোষণাও করে। কিন্তু ওখানেই আটকে যাবতীয় প্রতিশ্রুতি। পরিবর্তে যত দিন যাচ্ছে, সংকুচিত হচ্ছে নদী, বাড়ছে দূষণের মাত্রা। এজন্যে প্রশাসনকেই দায়ী করেছেন পরিবেশপ্রেমী দীপজ্যোতি চক্রবর্তী। তাঁর দাবি, নদী দুটোর দু'পার সৌন্দার্যায়ন করলে মর্নিং বা ইভিনিং ওয়াক করতে পারত শহরবাসী। শহরের বিশিষ্ট চিকিৎসক শঙ্খ সেনের দাবি, ''আমাদের দেশ তো বটেই রাজ্যও নদীমাতৃক। শহরের বুক চিড়ে যাওয়া দুটি নদী যেখানে হতে পারতো আমাদের গর্ব, অহঙ্কার। উলটে আজ সেই দুই নদী মশাবাহিত রোগের আঁতুরঘর হয়ে দাঁড়িয়েছে।'' এ নিয়ে শিলিগুড়ি পুরসভার প্রশাসক গৌতম দেব দায়ী করেছেন বাম পরিচালিত বোর্ডকেই।
advertisement
তাঁর আশ্বাস, শহরবাসীর স্বার্থে নদী দুটিকে বাঁচিয়ে রাখতে হবে। সেই উদ্যোগই নেওয়া হয়েছে। অন্যদিকে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের পালটা দাবি, নদী দুটি নিয়ে যা পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বাম আমলেই। কিন্তু রাজ্যে পালাবদলের পর এসজেডিএ নদী দুটির সংস্কারের নামে কয়েক কোটি টাকার আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। যা থেকে আজও বেড়িয়ে আসতে পারেনি। বর্তমান সরকার নদী দুটি নিয়ে কিছুই ভাবেনি বলে অভিযোগ তাঁর। নদী দূষণ নিয়ে শাসক ও বিরোধী তরজা চলছে, চলবেও। সমস্যা যে তিমিরে ছিল সেই তিমিরেই আটকে। শহরবাসীর দূর্ভোগ বাড়ছে দূষণে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2021 7:50 PM IST