Coronavirus: মুখে নেই মাস্ক, টিকার লাইনে উপচে পড়া ভিড়! ভ্যাকসিন কেন্দ্র থেকেই কোভিড ছড়ানোর আশঙ্কা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
ভ্যাকসিন (Vaccine) ভোগান্তি কমছে না শিলিগুড়িতে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও কেন্দ্রে টিকা নিয়ে হয়রানি, বিক্ষোভ চলছে।
#শিলিগুড়ি: ভ্যাকসিন (Vaccine) ভোগান্তি কমছে না শিলিগুড়িতে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও কেন্দ্রে টিকা নিয়ে হয়রানি, বিক্ষোভ চলছে। শহর থেকে গ্রাম সর্বত্রই একই ছবি। চূড়ান্ত নাজেহালের ছবি। আজও ভ্যাকসিন লাইনে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল। ধাক্কাধাক্কি, হুড়োহুড়ির চিত্র ধরা পড়ল। কুপন বিলি নিয়েও একই অবস্থা সেখানে। এক জনের ঘাড়ের উপর কার্যত নিঃশ্বাস ফেলছে অন্য আর এক জন।
শিলিগুড়ির নকশালবাড়ির বেঙ্গাইজোতে প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। আজ সেখানে গর্ভবতী মহিলা ও ১২ বছর বয়সি পর্যন্ত শিশুদের মায়েদের ৩০০ টিকা দেওয়ার কথা ছিল। কিন্তু লাইনে তার চেয়ে কয়েক গুণ মহিলা এসে দাঁড়ান। এতেই বিপত্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কালঘাম ছুটেছে পুলিশেরও।
যেখানে পারস্পরিক দূরত্ব বিধি মেনে চলা এবং নাক ও মুখ মাস্কে ঢেকে বের হওয়ার পরামর্শ চিকিৎসকদের, সেখানে টিলার লাইনেই ধরা পড়ল উলটো ছবি। কোথায় পারস্পরিক দূরত্ব! মুখে মাস্কেরও বালাই নেই। নিয়ম ভাঙতেই একজোট সবাই। কোভিড প্রতিষেধক নিতে এসে উলটে আক্রান্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন মানুষ।
advertisement
advertisement
টিকা দেওয়ার কথা ছিল ৩০০ জনকে। আর ভোর রাত থেকে লাইনে কয়েকগুন মহিলা ঠাঁয় দাঁড়িয়ে থাকেন। বেলা বাড়ার সঙ্গে লাইন বাড়তে থাকে। কোভিড বিধিও ভুলতে থাকে। কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। কিন্তু সবার টিকা মজুত না থাকায় চললো ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি। নিয়ন্ত্রণে আনতে নকশালবাড়ি থানার পুলিশ পৌঁছলেও প্রচণ্ড বেগ পেতে হয়। দীর্ঘক্ষন বন্ধ ছিল টিকাকরণ। গেটের বাইরে দাঁড়িয়ে থাকেন স্বাস্থ্যকর্মীরা।
advertisement
স্থানীয়দের অভিযোগ, লাইনে কোনও নিয়মই মানা হচ্ছে না। এই টিকা কেন্দ্র থেকেই কোভিড ছড়ানোর আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা অনেকেরই মুখে মাস্ক ছিল না। অবশেষে কুপন বিলির ব্যবস্থা করা হয়। তাকে ঘিরেও হুড়োহুড়ি পড়ে যায়। এই ছবি এর আগে শিলিগুড়ির কোনও প্রান্তেই ধরা পড়েনি। যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারীক প্রলয় আচার্য্য জানান, টিকার ঘাটতি নেই জেলায়। অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হচ্ছে।
advertisement
পার্থ সরকার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 07, 2021 9:54 PM IST