#শিলিগুড়ি: দিনভর নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শিলিগুড়িতে পালিত হল ইস্টবেঙ্গলের ক্রীড়া দিবস। আর সেই অনুষ্ঠানে যোগ দিয়েই শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেব জানান, শহরে দুই প্রধানের নামেই বাইলেন হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের রাস্তাটি হচ্ছে ইস্টবেঙ্গল বাইলেন। আর মহানন্দা সেতুর কাছের রাস্তাটি হচ্ছে মোহনবাগান বাইলেন। শিলিগুড়ি বরাবরই লাল হলুদের দ্বিতীয় শহর। ইস্টবেঙ্গল সমর্থকদের সংখ্যাই বেশি এখানে।
সেই শহরেই আজ, শনিবার ক্রীড়া দিবসে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে হল এই আয়োজন। শহরের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। মাধ্যমিকে রাজ্যে অষ্টম, উচ্চ মাধ্যমিকে রাজ্যে সপ্তম স্থানাধিকারী আর সিবিএসই, আইসিএসইতে সফল ছাত্র-ছাত্রীকে এক মঞ্চে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি ফুটবল এবং ক্রিকেটে শহরের উদীয়মানদের হাতে সংবর্ধনা দেওয়া হয়। মূলত ওদের উৎসাহিত করতেই এই উদ্যোগ। ফ্যান ক্লাবের সম্পাদক অনুপ বসু বলেন, ''শহরের সব ক্ষেত্রে সফলদের আজ সংবর্ধনা দেওয়া হল। আগামীতে আরও কর্মসূচী রয়েছে।''
আরও পড়ুন: ইস্টবেঙ্গল মাঠে নেমে পড়লেন বিদেশি ডিফেন্ডার কিরিয়াকু! দেখতে সমর্থকদের ভিড়
এ দিন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সুভেনিওর 'যুগসন্ধি' প্রকাশিত হয়েছে। যার আনুষ্ঠানিক উন্মোচন করেন মেয়র গৌতম দেব। শুধু তাই-ই নয়, শহরবাসীর জন্যে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পাশাপাশি কোভিডের বুস্টার ডোজ দেওয়ারও ব্যবস্থা করা হয়। সেইসঙ্গে ক্লাবের সদস্যরা শহরে রক্তের সংকট কাটাতে এগিয়ে আসেন। আয়োজন করা হয় রক্তদান শিবিরেরও।
এদিন ক্লাবের প্রয়াত সচিব পল্টু দাসের জন্মদিনও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। পল্টু দাসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য জানান মেয়র-সহ ক্লাবের সদস্যরা। ক্লাবের প্রতি পল্টু দাসের অবদান নিয়ে স্মৃতিচারণ করেন সিনিয়র সদস্যরা।
আরও পড়ুন: এই বটগাছের পাশেই ঘটেছিল সেই শিউরে ওঠা কাজ, ক্ষুদিরাম বসুর স্মৃতি আঁকড়ে বাঁচছেন গ্রামের মানুষ...
ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব কোভিডের সময়েও পথে নেমেছিল। দুঃস্থ খেলোয়াড়দের হাতে রেশন সামগ্রী তুলে দিয়েছিল। এর আগে শহরের বিভিন্ন কোচিং ক্যাম্পকে ফুটবল উপহার দিয়েছিল। এবারও ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে নানা সমাজসেবামূলক কর্মসূচী নেওয়া হয়েছে। আগামী দিনে খুদেদের ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনা নিয়েছে তারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal Club, Siliguri