#কলকাতা: শনিবার সকালেই শহরে পা রেখেছেন সাইপ্রাসের কিরিলাম্বস কিরিয়াকু। সঙ্গে পরিবারও এসেছে। আর বিকেল তিনটের সময় অনুশীলনে নেমে পড়লেন সুদর্শন ফুটবলারটি। মেদহীন পেটাই চেহারার ডিফেন্ডার বেশ চনমনে ছিলেন। একবারের জন্য দেখে মনে হয়নি তিনি জেট ল্যাগে কাবু। বরং বেশ আনন্দের সঙ্গে অনুশীলন করলেন।
আরও পড়ুন - Lionel Messi : ১৮ বছরে প্রথমবার ব্যালন ডি ওর তালিকা থেকে বাদ মেসি! মুচকি হাসছেন রোনাল্ডোকোচ স্টিফেন কনস্ট্যানটাইন প্রথমে তার সঙ্গে আলাদা কিছুক্ষণ কথা বললেন। তারপর ফুটবলারদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। সাইপ্রাসের বিদেশিকে দেখতে তখন ইস্টবেঙ্গল মাঠে ভিড় জমিয়েছেন সমর্থকরা। প্রথমে কিছুক্ষণ বল নিয়ে আলাদা ট্রেনিং করলেন। জাগলিং, ওয়ান টাচ দেওয়ার পর বেশ কিছুক্ষণ দলের জার্সিতে সিচুয়েশন প্র্যাকটিস করলেন।
Charalambos Kyriakou arrives to the city of joy !! pic.twitter.com/miH1mfEC2O
— Sohan Podder (@SohanPodder2) August 13, 2022
দেখে বোঝা গেল এই মুহূর্তে ফিটনেস এর অভাব রয়েছে। তবে কিরিয়াকুর জাত নিয়ে সন্দেহ নেই। নিচের দিক থেকে আক্রমণ তৈরি করতে ভালোবাসেন। কোচ স্টিফেন তাকে বোঝানোর চেষ্টা করছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্ব এবং জার্সির ওজন। সাইপ্রাসের ফুটবলারটি সকালে যখন বিমানবন্দরে নেমেছিলেন তাকে গ্রহণ করে নিতে ছিলেন লাল হলুদ কিছু সমর্থক।
সেই ভালোবাসা দেখে আপ্লুত কিরিয়াকু। জানিয়ে দিলেন প্রথম ম্যাচ থেকেই মাঠে নামার চেষ্টা করবেন। কলকাতা ডার্বি সম্পর্কে তিনি শুনেছেন কিনা এখনও জানা যায়নি। তবে সাইপ্রাসের ফুটবলারটি যে অত্যন্ত ঠান্ডা মাথার সেটা প্রথম দর্শনেই বোঝা গেছে। স্টিফেন আশাবাদী কলকাতার আবহাওয়ার সঙ্গে তিনি তাড়াতাড়ি মানিয়ে নেবেন। ডিফেন্ডার হলেও প্রয়োজনে ডিফেন্সিভ ব্লকার হিসেবেও খেলতে পারেন কিরিয়াকু।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: East Bengal Club