North Bengal Jungle Tea Safari: পুজোর মুখে ডবল ধামাকা, পাহাড়ের টয় ট্রেনে এবার 'জঙ্গল টি সাফারি'! এখনই জেনে নিন...

Last Updated:

পুজার আগে শুরু হল শিলিগুড়ি জংশন ও রংটংয়ের মধ্যে 'জঙ্গল টি সাফারি' (North Bengal Jungle Tea Safari)! পর্যটকদের টানতে থাকছে ভিস্টাডোম কোচও।

#শিলিগুড়ি: সেই চেনা ছবি। কালো ধোঁওয়া ছড়িয়ে পাহাড়ি আকাবাঁকা পথে ধরে ছুটছে খেলনা গাড়ি! কু-ঝিক-ঝিক শব্দে ফের চেনা গন্ধ! পুজার আগে শুরু হল শিলিগুড়ি জংশন ও রংটংয়ের মধ্যে 'জঙ্গল টি সাফারি' (North Bengal Jungle Tea Safari)! পর্যটকদের টানতে থাকছে ভিস্টাডোম কোচও। রেল পথেই পর্যটকেরা উপভোগ করতে পারবে সবুজে মোড়া চা বাগান, জঙ্গলের অপরূপ সৌন্দর্য্য। আপ ও ডাউন মিলিয়ে ২ ঘন্টার ট্রিপ। বছর দুয়েক আগে ডিজেল ইঞ্জিনে পরিষেবা কিছুদিন চলেছিল। এবারে নতুন মাত্রা যোগ করেছে স্টিম ইঞ্জিন। যার আকর্ষণেই দেশ-বিদেশের পর্যটকেরা ছুটে আসেন পাহাড়ে।
দার্জিলিং ও ঘুমের মধ্যে ১২টি জয় রাইড পরিষেবা চালু করেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এবারে জঙ্গল টি সাফারি! যখন একে বেসরকারীকরণের পথে ঠেলে দিতে এগোচ্ছে কেন্দ্র। সেই সময় টয়ট্রেনকে ঘিরে উত্তরের পর্যটনের বিকাশে একাধিক নয়া পরিষেবা চালু করতে উদ্যোগী রেল।
থাকবে ভিস্তা ডোম কোচও। থাকবে ভিস্তা ডোম কোচও।
advertisement
advertisement
শিলিগুড়ি জংশন থেকে প্রথম স্টপেজ সুকনা স্টেশন। মিনিট ২০-র স্টপেজে পর্যটকেরা ঘুরে দেখতে পারবে মিউজিয়াম। তারপর সোজা রংটং। সেখানে বিশ্বখ্যাত দার্জিলিং চায়ের সঙ্গে পর্যটকদের পরিচয় করিয়ে দেবে। মাথাপিছু ভাড়া ৯৭০ টাকা। পর্যটনের ভরা মরসুমে যা গিয়ে দাঁড়াবে ১২০০ টাকা। এর মধ্যে পর্যটকদের চা ও স্ন্যাক্স দেবে রেল। এনজেপির এডিআরএম সঞ্জয় চিলা ওয়ার ওয়ার জানান, পর্যটনের প্রসারেই নতুন নতুন পরিষেবা চালু করা হচ্ছে। পর্যটন ব্যবসায়ী সম্রাট সান্যাল জানান, কোভিড, লকডাউনের পর রেলের নতুন পরিষেবার চালুর মধ্য দিয়ে পর্যটন শিল্পে ফের নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই আশাতেই বুক বাঁধছে উত্তরের পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
North Bengal Jungle Tea Safari: পুজোর মুখে ডবল ধামাকা, পাহাড়ের টয় ট্রেনে এবার 'জঙ্গল টি সাফারি'! এখনই জেনে নিন...
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement