ডিএসএলআর, স্মার্টফোনের দাপটে স্মৃতি হওয়ার পথে ফটো স্টুডিও

Last Updated:

আগে ছবি তুলতে দক্ষতা দরকার ছিল। একসময় লক্ষাধিক টাকা খরচ করে কেনা ফটো-প্রিন্টিং মেশিন আজ অবহেলায় নষ্ট হচ্ছে।

+
ডিজিটাল

ডিজিটাল যুগে কোণঠাসা শিলিগুড়ির পুরনো ফটোস্টুডিও!

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : একসময় শহরের গলিপথে হাঁটলেই ভেসে আসত পরিচিত ডাক, “দাদা, একটা ছবি তুলে দিন তো”। সেই ডাক এখন কেবলই স্মৃতিতে। যেখানে একসময় ঝুলত নানান ফ্রেমে বাঁধা ছবি, সেখানে আজ নীরবতা। স্টুডিওর আলো নিভে গিয়েছে, রয়ে গিয়েছে শুধু অতীতের ছায়া।
শহরের বহু পুরনো ফটো স্টুডিও এখন বন্ধ হওয়ার মুখে। আবার কেউ কেউ বছরের পর বছর ধরে চালালেও ডিজিটাল যুগে টিকে থাকার লড়াইয়ে হোঁচট খাচ্ছে। একসময় ক্যামেরা মধ্যবিত্তের সাধ্যের বাইরে ছিল। তাই বিয়ে, অন্নপ্রাশন, এমনকি ঠাকুমার সঙ্গে নাতি-নাতনিদের ছবি তুলতে ভিড় জমত স্টুডিওতে। সেসব সাদা-কালো মুহূর্ত আজও শোভা পায় বাড়ির পুরনো অ্যালবামে।
advertisement
advertisement
প্রযুক্তি বদলেছে, বদলেছে মানুষের অভ্যাসও। আজ স্টুডিওর ইন-হাউস কাজের চেয়ে আউটডোর ফটোশুট বেশি জনপ্রিয়। বিয়ে-বাড়ি, অন্নপ্রাশন বা জন্মদিনের অনুষ্ঠানে মোটা অঙ্ক খরচ করতে পিছপা নন অনেকে। কিন্তু স্টুডিওর মালিকদের আক্ষেপ, ওইটুকুই আয়ের ভরসা।
advertisement
আরও পড়ুন : কৃষ্ণভূমি নদিয়ায় অবতীর্ণ ‘মহাবতার নরসিংহ’! সিটির বদলে কীর্তন, হলের বাইরে হাউসফুল
ক্ষুদিরাম পল্লীর প্রায় ৬৪ বছরের পুরনো একটি স্টুডিও চালাচ্ছেন সুজিত কর্মকার। তাঁর বাবা বর্ধমান থেকে ফটোগ্রাফি শিখে এসে খুলেছিলেন দোকান। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে ক্যামেরা হাতে নেন সুজিত। তিনি বলছেন, “আগে ছবি তুলতে দক্ষতা দরকার ছিল। এখন ফোনে ছবি তুলে সবাই খুশি।” একসময় লক্ষাধিক টাকা খরচ করে কেনা ফটো-প্রিন্টিং মেশিন আজ অবহেলায় নষ্ট হচ্ছে।
advertisement
অন্যদিকে, শহরের আরেক ৬৫ বছরের পুরনো স্টুডিওর মালিক সঞ্জয় বসাক জানালেন, সময়ের সঙ্গে বদল আনতে হয়েছে কাজের ধরণে। এখন মোবাইলের ব্যাক কভার, টি-শার্ট, কাপ, সবেতেই ছবি প্রিন্টের কাজ ভালো চলছে। সেইসঙ্গে রয়েছে বিয়ে, পার্টি বা আউটডোর শুটিংয়ের অর্ডারও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শহরের এই স্টুডিও-যুগ হয়তো হারিয়ে যাবে খুব শীঘ্রই। কিন্তু পুরনো অ্যালবামের পাতা উল্টালে আজও ভেসে ওঠে সেই ডাক, “দাদা, একটা ছবি তুলে দিন তো…”
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ডিএসএলআর, স্মার্টফোনের দাপটে স্মৃতি হওয়ার পথে ফটো স্টুডিও
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement