কৃষ্ণভূমি নদিয়ায় অবতীর্ণ 'মহাবতার নরসিংহ'! সিটির বদলে কীর্তন, হলের বাইরে হাউসফুল
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Mainak Debnath
Last Updated:
সিনেমা হলে এল মহাবতার নরসিংহ। প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরিনাম কীর্ত্তন নিয়ে প্রচুর ভক্তবৃন্দের আগমন।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: সিনেমা আজও মানুষের কাছে বিনোদন হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলেছে! পাশাপশি দুঃখ, আনন্দ, মনকে একটু নাড়া দিতে কিংবা শিক্ষা নিতে অনেক সময় সিনেমা বড় ভূমিকা নেয়। তবে সমাজ গড়ে তোলার নৈতিকতা নিয়ে কিংবা ধর্ম রক্ষার ক্ষেত্রে সে সমস্ত শিক্ষনীয় সিনেমা খুব কম লক্ষ্য করা যায়।
অন্যদিকে তথ্যপ্রযুক্তির ব্যাপক উন্নতি ঘটায় বাড়িতে বসেই এলইডি স্ক্রিন, টিভি কিংবা কম্পিউটার মনিটরে এমনকি নিজস্ব অ্যান্ড্রয়েড ফোনে সিনেমা দেখার প্রবণতা বৃদ্ধি হওয়ার ফলে সিনেমা হলগুলিতেও সেই হাউসফুল কথাটি ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে এ প্রজন্মের কাছে।
advertisement
advertisement
তবে ধর্মপ্রাণ নদিয়ার রানাঘাট টকিজ সিনেমা সংক্রান্ত তার ফেলে আসা নানান অভিজ্ঞতা ফেলে আজ এক নতুন ঘটনার সাক্ষী থাকল। এদিন প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও এই প্রথম হরিনাম কীর্ত্তন নিয়ে প্রচুর ভক্তবৃন্দের আগমন ঘটল সিনেমা হলের মধ্যে।
advertisement
অনেক যুবক যুবতী যারা ইসকনের ভক্তবৃন্দ, তাঁরাও এদিন উৎসাহ নিয়ে দেখলেন মহাবতার নরসিংহ। জানা যায় এদিন শুক্রবার বহু বছর বাদে ধর্মীয় আবেগ নিয়ে আধুনিক প্রযুক্তি এআই পদ্ধতিতে নির্মিত ধর্মীয় কাহিনী নরসিংহ শুরু হচ্ছে এই সিনেমা হলে। আর প্রথম দিনেই প্রথম শোতে সমস্ত টিকিট বুকিং করালেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রানাঘাট রামনাবমী উদযাপন কমিটি এবং মায়াপুর ইসকনের যৌথ উদ্যোগে এই সিনেমা দেখলেন বহু ভক্তবৃন্দ। তাঁরা সিনেমা নির্মাতা সেন্সর বোর্ড এবং এর সঙ্গে যুক্ত সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানাচ্ছেন । পাশাপাশি সুস্থ সমাজ গড়ে তুলতে পুরনো সনাতনী কাহিনী এ প্রজন্মের ছেলেমেয়েদেরকে জানাতে সমাজে প্রত্যেক সচেতন নাগরিকদের অনুরোধ জানিয়েছেন। এই সিনেমা দেখার জন্য ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 11:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কৃষ্ণভূমি নদিয়ায় অবতীর্ণ 'মহাবতার নরসিংহ'! সিটির বদলে কীর্তন, হলের বাইরে হাউসফুল