• Home
  • »
  • News
  • »
  • north-bengal
  • »
  • SILIGURI DARJEELING MP RAJU BISTAS STATEMENT ON CHANCE OF BJP LEADERS JOIN TMC IN NORTH BENGAL SB

Bengal Bjp | Raju Bista: উত্তরের BJP নেতাদের কাছে ফোন আসছে কোথা থেকে? সাংসদের মন্তব্যে জোর জল্পনা

বিজেপির অন্দরে শোরগোল

Bengal Bjp | Raju Bista: রাজু বিস্তার দাবি, 'উত্তরে ২৯ জন বিধায়কই বিজেপিতে থাকবেন। একজনও তৃণমূলে যোগ দেবেন না। সকলেই একসাথেই রয়েছেন।'

  • Share this:

#শিলিগুড়ি: উত্তরবঙ্গেও ঘর ভাঙতে তৎপর শাসক দল তৃণমূল (Tmc)। বিজেপির অনেককেই ফোন করছে তৃণমূল নেতৃত্ব। আজ শিলিগুড়িতে এই অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র তথা দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista)। দক্ষিনবঙ্গে মুকুল রায়ের পর সম্প্রতি ২ বিধায়ক গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছেন। তাহলে কি এবার শাসকের লক্ষ্য বিজেপির গড় উত্তরবঙ্গে?

রাজু বিস্তার দাবি, 'উত্তরে ২৯ জন বিধায়কই বিজেপিতে (BJP) থাকবেন। একজনও তৃণমূলে যোগ দেবেন না। সকলেই একসাথেই রয়েছেন। একটা আদর্শ ও নীতি নিয়ে বিজেপি করছেন সকলেই। তাই দল ছাড়বার সম্ভাবনা নেই।' যদিও তাঁর দাবি, অনেকের সঙ্গেই যোগাযোগ করছে তৃণমূল। কিন্তু দল ভাঙতে পারবে না।

বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রত্যাশামতো ফল করতে পারেনি গেরুয়া শিবির। একমাত্র উত্তরবঙ্গই মুখ ফেরায়নি। ৪২-এর মধ্যে ২৯ জন বিধায়ক পদ্ম শিবিরে। যা শাসক দলের কাছে বড়সড় ধাক্কা। দক্ষিনবঙ্গে ভালো ফল করার পাশাপাশি বিজেপি ছেড়েও এক এক করে বিধায়কেরা যোগ দিচ্ছেন ঘাসফুল শিবিরে। তাই এবারে নিজেদের উত্তরের গড় ধরে রাখতে মরিয়া বিজেপি। গতকালই দলের চিফ হুইপ মনোজ টিজ্ঞার ডাকে শিলিগুড়িতে বৈঠকে বসেন বিজেপি বিধায়কেরা। ২৯ জনের মধ্যে ২৪ বিধায়ক ছিলেন। যদিও বৈঠকের বিষয়ে তাঁর জানা ছিল না বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এমনকী বৈঠক সম্পর্কে জানলেও আমন্ত্রণ পাননি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনিয়ে রাজু বিস্তের সাফ দাবি, তিনিও ২ দিনে আগে বৈঠকে আমন্ত্রণ পেয়েছিলেন। তাই কে ডাক পেয়েছেন বা কে জানেন না, তা তাঁর জানার কথা নয়।

অন্যদিকে আজই দলের যুব মোর্চার উত্তরের ৮ জেলার নেতাদের নিয়ে বৈঠক করেন রাজু বিস্তা। নিজের বাসভবনেই বৈঠক করেন তিনি। মূলত আগামীদিনে দলের যুব সমাজকে চাঙ্গা করতেই এই বৈঠক। সঙ্গে উত্তরবঙ্গের প্রতি রাজ্যের বঞ্চনা নিয়ে লাগাতার আন্দোলনের রূপরেখাও তৈরী করা হয়। ভাঙন ঠেকাতেই কি এই বৈঠক? বিজেপি নেতৃত্বের দাবী, উত্তরবঙ্গে এখোনো তেমন পরিস্থিতির সৃষ্টিই হয়নি।

Published by:Suman Biswas
First published: