Bjp on North Bengal: বিজেপি সাংসদের গলায় ফের 'পৃথক উত্তরবঙ্গ'! বিধায়ক বললেন, 'ব্যক্তিগত মত'
- Published by:Suman Biswas
Last Updated:
Bjp on North Bengal: পৃথক উত্তরবঙ্গ ইস্যুকে জিইয়ে রাখলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা।
#শিলিগুড়ি: পৃথক উত্তরবঙ্গ রাজ্য নিয়ে দুই মত বিজেপির সাংসদ ও বিধায়কের গলায়! মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা যেখানে বলছেন, আলাদা রাজ্যের বিষয়টি কারও ব্যক্তিগত মত। এর সঙ্গে দলের কোনো সায় নেই। অন্যদিকে এই ইস্যুকে জিইয়ে রাখলেন দার্জিলিংয়ের সাংসদ তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র রাজু বিস্তা।
আজ শিলিগুড়িতে সাংসদ রাজু বিস্তা বলেন, এটা এখানকার স্থানীয় মানুষদের দাবী। দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা, অনুন্নয়ন থেকেই এই দাবী করে আসছেন স্থানীয়রা। এ নিয়ে তাঁর কোন আপত্তি নেই। প্রয়োজনে এখানকার সাধারণ মানুষদের দাবী নিয়ে কিছু বলতে হলে তিনি বলবেনই।
আজ উত্তরবঙ্গে নিজেদের গড় অটুট রাখতে বৈঠকে বসেন বিজেপি নেতৃত্ব। যেখানে উত্তরের ২৯ জন বিধায়কের মধ্যে ২৪ জন উপস্থিত ছিলেন। গরহাজির ছিলেন মালদার দুই, দক্ষিন দিনাজপুরের দুই এবং আলিপুরদুয়ারের এক বিধায়ক। তবে একে ভাঙনের চোখে দেখছে না বিজেপি নেতৃত্ব। রাজু বিস্তের দাবি, উত্তরে ২৯ জন বিধায়কই একজোট হয়ে থাকবেন। কেউই আগামী দিনে দল ছাড়বেন না। আজ কোনো শক্তি প্রদর্শনের বৈঠকও ছিল না। খুব কম সময়ের নোটিশে ২৪ জন বিধায়ক এসেছেন। এর সঙ্গে দলের ভাঙন রুখতে বৈঠকের ডাকের কোনও সম্পর্ক নেই।
advertisement
advertisement
একই সুর বিধায়ক মনোজ টিগ্গার গলাতেও শোনা গিয়েছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে উত্তরের ৮টির মধ্যে ৭টি আসন পায় গেরুয়া শিবির। সদ্য সমাপ্ত বিধানসভায় ৪২-এর মধ্যে ৩০টি আসন পায় তাঁরা। শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরবঙ্গে নিজেদের শক্তি ধরে রাখতে মরিয়া বিজেপি। তাদের দাবি, উত্তরবঙ্গের মানুষের পূর্ণ সমর্থন রয়েছে পদ্ম শিবিরে। তাদের দাবি মেটাতে হবে। বাম আমলেও অবহেলিত ছিল উত্তরবঙ্গ। তৃণমূলের গত ১০ বছরের শাসনেও বঞ্চনা ছাড়া কিছুই জোটেনি। এখানকার উন্নয়নই পাখির চোখ বিজেপির। কেন্দ্রীয় প্রকল্পে উন্নয়ন করাই লক্ষ্য। সেইসঙ্গে তৃণমূলের বঞ্চনা, অবহেলার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন হবে। হুঁশিয়ারি রাজু বিস্তার। আগামী দিনে উত্তরবঙ্গজুড়ে বিভিন্ন ইস্যু নিয়ে লাগাতার আন্দোলন হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 01, 2021 8:24 PM IST