Child fever | Bengal news: আরও ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে! পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের

Last Updated:

Child fever | Bengal news: হাসপাতালে! জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার উপস্বর্গ নিয়ে গতকালই মেডিক্যালেরই শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় ১ বছর ৩ মাস বয়সি শিশুটিকে।

আরও ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে! পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের
আরও ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে! পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের
#শিলিগুড়ি: ফের এক শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে! জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়ার উপস্বর্গ নিয়ে গতকালই মেডিক্যালেরই শিশু ওয়ার্ডে ভর্তি করানো হয় ১ বছর ৩ মাস বয়সি শিশুটিকে। হলদিবাড়ি হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল তাকে। আজ শিশুটির মৃত্যু হয়। অত্যন্ত সংকটজনক অবস্থাতেই শিশুটিকে ভর্তি করা হয় মেডিক্যালে। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে গেলেও বাঁচাতে পারেননি। এই নিয়ে গত ৩ দিনে ৩ জন শিশুর মৃত্যু হল মেডিক্যালে।
গত পরশু খড়িবাড়ির এক শিশু এবং গতকাল শিলিগুড়ির প্রধাননগরের এক শিশুর মৃত্যু হয়। প্রত্যেকেরই একই উপস্বর্গ ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের মধ্যে। জলপাইগুড়িতে শিশু মৃত্যুর ঘটনা ঘটলেও মেডিক্যালে সংখ্যাটা শূন্য ছিল। পরপর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই বাড়ছে উদ্বেগ। হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক জানান, "আরও আগে ভর্তি করানো গেলে বাঁচানোর সম্ভাবনা থাকতো। এই মূহূর্তে শিশুদের শরীরে আরএস ভাইরাসের সংক্রমণ বাড়ছে। সঙ্গে অপুষ্টিজনিত কারণও যোগ হওয়ায় কো-মর্বিডিটির সংখ্যা বাড়ছে। তার জেরেই মৃত্যুর ঘটনা ঘটছে।" যদিও পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে দাবি করেছেন স্বাস্থ্য কর্তা। সুস্থতার হারও বাড়ছে।
advertisement
প্রতি বছরই এই সময়ে শিশুদের ভাইরাল ফিভারের প্রবণতা দেখা যায়। এবারে তুলনায় প্রকপটা বেশি। জ্বরের পাশাপাশি ডেঙ্গি, জাপানি এনসেফেলাইটিস, নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা বি, আর এস ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের বাঁচানো সম্ভব হচ্ছে না। তাই জ্বর বা সর্দি, কাশির লক্ষ্ণ দেখা গেলেই দ্রুত চিকিৎসকদের পরামর্শ প্রয়োজন। দরকারে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এছাড়াও মানতে হবে স্বাস্থ্য বিধিও। বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
advertisement
advertisement
সম্প্রতি কলকাতা থেকে বিশেষজ্ঞ দলও পরিদর্শন করে গিয়েছেন উত্তরের সার্বিক পরিস্থিতি। মেডিক্যালে বাড়ানো হয়েছে বেডের সংখ্যাও। তবুও আতঙ্ক কাটছে না শিশুদের অভিভাবকদের। গত ২৪ ঘণ্টায় মেডিক্যালে নতুন করে ভর্তি হয়েছে ২২ জন শিশু। বিভিন্ন জেলা ও ব্লক হাসপাতাল থেকে বাড়ছে রেফারের সংখ্যাও। এই মূহূর্তে মেডিক্যালে চিকিৎসাধীন ৭৪ জন শিশু।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Child fever | Bengal news: আরও ৩ শিশুর মৃত্যু উত্তরবঙ্গ মেডিক্যালে! পরিস্থিতিতে আতঙ্ক বাড়ছে অভিভাবকদের
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement