ভোটের প্রচারের মাঝেই অসুস্থ রোগীর চিকিৎসা করলেন চাকুলিয়ার বিজেপি প্রার্থী সচিন প্রসাদ
- Published by:Rukmini Mazumder
Last Updated:
নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ যুবকের শারীরিক পরীক্ষা করলেন চাকুলিয়ার বিজেপি প্রার্থী চিকিৎসক সচিন প্রসাদ
#চাকুলিয়া: নির্বাচনী প্রচারে গিয়ে চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের নিজামপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বরোগাঁও-এর বাসিন্দা সঞ্জিত মোদির শারীরিক পরীক্ষা করলেন চাকুলিয়ার বিজেপি প্রার্থী চিকিৎসক সচিন প্রসাদ। পরীক্ষার পর অসুস্থ যুবককে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নিউরো বিভাগে ভর্তি করার পরামর্শও দিলেন বিজেপি প্রার্থী। নিউরো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা এবং শিলিগুড়িতে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকম আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি, নতুন করে আশার আলো দেখছেন অসুস্থ সঞ্জিতের পরিবার।
জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন সঞ্জিত মোদি। বাবা দিলীপ মোদি দিন মজুরি করে সংসার চালান। অভাবের সংসারে আহত সঞ্জিতের চিকিৎসা হয়নি। স্নায়ুর সমস্যার কারনে তার স্বাভাবিক চলাফেরাও বন্ধ । প্রচারে বেরিয়ে চাকুলিয়ার বিজেপি প্রার্থী চিকিৎসক সচিন প্রসাদ ঘটনাটি জানতে পারেন। প্রচারের ফাঁকেই অসুস্থ সঞ্জিতকে দেখতে তাঁর বাড়িতে চলে আসেন। পরীক্ষার রিপোর্ট দেখে চিকিৎসক শচীন প্রসাদ জানান, সঞ্জিত নিউরো সমস্যায় ভুগছেন।উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ছাড়া অন্য কোথাও তাঁর চিকিৎসা সম্ভব না। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের নিউরো বিভাগে চিকিৎসকদের বলে দেওয়া ছাড়াও সঞ্জিতকে শিলিগুড়িতে পাঠানোর সবরকম আর্থিক সহায়তার আশ্বাস দেন। সঞ্জিতের বাবা দিলীপবাবু জানান, সচিনবাবু যে পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী ছেলের চিকিৎসা করাবেন।
advertisement
UTTAM PAUL
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 03, 2021 5:27 PM IST