Siliguri News : জল-জঙ্গল দুই জায়গা থেকে উদ্ধার দম্পতির দেহ, শিলিগুড়িতে রহস্যে মোড়া সকাল! কারণ খুঁজছে পুলিশ

Last Updated:

Siliguri News : সাতসকালে শিলিগুড়িতে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। দম্পতির দেহ উদ্ধারে রহস্য।

শিলিগুড়িতে জোড়া দেহ উদ্ধার
শিলিগুড়িতে জোড়া দেহ উদ্ধার
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : সাত সকালে শিলিগুড়িতে জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। রবিবার ভক্তিনগর থানার আশিঘর আউটপোস্টের থারোঘাটি এলাকার দু’টি আলাদা জায়গা থেকে উদ্ধার হয় স্বামী–স্ত্রীর দেহ। মৃত মহিলার নাম অনিমা মণ্ডল (৪০)। তাঁর গলাকাটা দেহ পড়ে ছিল শাহু নদীর জলে।
অন্যদিকে কিছুটা দূরে জঙ্গলের ভিতর গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁর স্বামী তপন মণ্ডলের (৫০) দেহ। দম্পতির বাড়ি ভোলানাথ পাড়া এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট নয়। এটি স্ত্রীকে খুন করে স্বামীর নিজেকে শেষ করে দেওয়া, নাকি দু’টিই খুন, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
advertisement
advertisement
দুই দেহের অবস্থান, সময় ও চিহ্ন দেখে বিভিন্ন দিক খতিয়ে দেখছে আশিঘর আউটপোস্টের তদন্তকারীরা। দম্পতির দেহ উদ্ধাোর করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন ময়নাতদন্ত হবে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে মনে করছে পুলিশ আধিকারিকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইসঙ্গে অন্যান্য সব কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে দম্পতির পারিবারিক অশান্তি বা ব্যক্তিগত কোনও বিরোধ ছিল কি না, সব দিকই সমান গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে নেমে রহস্য উদঘাটনে তৎপর ভক্তিনগর থানার পুলিশ।  অন্যদিকে ঘটনাকে কেনদ্র করে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News : জল-জঙ্গল দুই জায়গা থেকে উদ্ধার দম্পতির দেহ, শিলিগুড়িতে রহস্যে মোড়া সকাল! কারণ খুঁজছে পুলিশ
Next Article
advertisement
Purba Bardhaman News: আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
আউশগ্রামে বিলুপ্ত প্রায় ধুসর নেকড়ে ধরা পড়ল ট্র্যাপ ক্যামেরায়, শুরু বৃহৎ সমীক্ষা!
  • ভারতীয় ধূসর নেকড়ে বিলুপ্তির পথে এগোলেও গত কয়েক মাসে দেশের বিভিন্ন জায়গায় তার দেখা মিলেছে। দিল্লিতে দেখা পাওয়ার পর এবার পূর্ব ও পশ্চিম বর্ধমান জুড়ে নেকড়ের স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে বলে নিশ্চিত হয়েছে বন দফতর। দুর্গাপুরের পরে আউশগ্রাম জঙ্গলেও লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা, যাতে নেকড়ের গতিবিধি, সংখ্যা ও আচরণ নিরীক্ষণ করা যায়।

VIEW MORE
advertisement
advertisement