Bengal News | Siliguri : 'পরকীয়া-ধর্ষণ-জোড়া খুন'! হাড় হিম করা ঘটনা, তুমুল শোরগোল মাটিগাড়ায়...

Last Updated:

Bengal News | Siliguri : চাঞ্চল্যকর তথ্য সামনে এল শিলিগুড়িতে। যা শুনলে শিউড়ে উঠছেন অনেকেই।

#শিলিগুড়ি : প্রেমিকাকে খুন করে দেহ লুকিয়ে রাখার অভিযোগ! অভিযুক্ত আর এক খুনের অপরাধী! ঘটনা শিলিগুড়ির মাটিগাড়ার (Bengal News Siliguri)। টানা চার মাস দেহ মাটি খুঁড়ে কম্বলে জড়িয়ে লুকিয়ে রাখা হয়েছিল। আজ চাঞ্চল্যকর তথ্য সামনে এল শিলিগুড়িতে (Bengal News Siliguri)। যা শুনলে শিউড়ে উঠছেন অনেকেই। অভিযুক্ত (Rape Murder Allegation) মহম্মদ আখতার পুলিশি হেফাজতে। কেন পরপর খুন? তদন্তে মাটিগাড়া থানার পুলিশ। জোড়া খুনে অভিযুক্তর বিরুদ্ধে আরও কি অভিযোগ রয়েছে? খতিয়ে দেখছে তদন্তকারীরা।
দিন কয়েক আগে মাটিগাড়ার পরিবহন নগরের কাছে রাস্তার ধারে এক মহিলার দেহ উদ্ধার (Murder) করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের পর সেই রিপোর্টই পায় পুলিশ। মৃতার স্বামীর অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ মহম্মদ আখতারকে গ্রেপ্তার করে। তাকে জেরা করেই সামনে আসে প্রেমিকার দেহ লুকিয়ে রাখার কাহিনী। যা হাড় হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট।
advertisement
advertisement
মাটিগাড়ারই এক তরুণী নিখোঁজ ছিলেন। তারই তদন্ত চলছিল। সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে অভিযুক্ত মহম্মদ আখতারের সঙ্গে সম্পর্ক ছিল ওই তরুণীর। পরকীয়ায় জড়িয়ে পড়ে আখতার। ঘটনার দিন একসঙ্গে মদ্যপানও করেছিল বলে পুলিশি জেরায় স্বীকার করে সে। আজ তাকে নিয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। মাটিগাড়া রেল লাইনের ধারেই একটি জমিতে মাটি খুঁড়ে পুঁতে রাখা হয়েছিল তরুণীর দেহ। আজ পুলিশ মেজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি থেকে তরুণীর দেহ উদ্ধার করে।
advertisement
জানা যায়, চার মাস মাটিতেই চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ। সম্ভবত শ্বাসরোধ করেই খুন করা হয় বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তারপর কম্বল দিয়ে মৃতদেহ মুড়িয়ে মাটির নীচে চাপা দিয়ে রাখা হয়। দেহ পচে কার্যত কঙ্কালসারে পরিণত হয়। তরুণীর মা দেহ শনাক্তও করে।
advertisement
কেন এমন নৃশংস খুন? ফের জেরা শুরু করেছে তদন্তকারী অফিসারেরা।এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মহম্মদ আখতারের পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ। জোড়া খুনে অভিযুক্ত আখতারের সঙ্গে কি আর কেউ ছিল? অন্য আরও কোনও ঘটনার সঙ্গেও কি জড়িত? তদন্তে মাটিগাড়া থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal News | Siliguri : 'পরকীয়া-ধর্ষণ-জোড়া খুন'! হাড় হিম করা ঘটনা, তুমুল শোরগোল মাটিগাড়ায়...
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement