Old Lady: ফুটপাথে দোকানই শেষ ভরসা! এই ৭০ বছরের বৃদ্ধার কাহিনি চোখে জল আনবে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
রোদ, ঝড়, বৃষ্টি মাথায় করেই বর্তমানে তাঁকে এই দোকান করতে হয়। দীর্ঘ সময় আগ স্বামী গত হয়েছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তাও অনেকটা সময়। ফলে পরিবারের আর কেউ নেই।
মাথাভাঙা: জেলা কোচবিহারের মাথাভাঙা মহকুমা। এই মহকুমা শহরের সরকারি বাস স্ট্যান্ডে দীর্ঘ সময় ধরে ফুটপাথে দোকান সামলান এক বৃদ্ধা। বর্তমান সময়ে তাঁর বয়স ৭০ বছর। দীর্ঘ প্রায় ১৫ বছরের বেশি সময় ধরে তিনি এই দোকান করছেন এখানে। রোদ, ঝড়, বৃষ্টি মাথায় করেই বর্তমানে তাঁকে এই দোকান করতে হয়। বহু বছর আগে স্বামী মারা গিয়েছেন। একমাত্র মেয়ের বিয়ে হয়ে গিয়েছে তাও অনেকটা সময়। ফলে পরিবারের আর কেউ নেই। ফলে একার সংসারে আর্থিক উপার্জন করতে ভরসা এই দোকান।
বৃদ্ধা গীতারানী শীল জানান, “এই দোকান ছাড়া রোজগারের আর কোনোও রাস্তা নেই। ফলে নিত্যদিন এই দোকান দিয়ে যা উপার্জন হয়। সেই দিয়েই চলে সংসার। কোনোও কোনোও দিন ৫০০ থেকে ৭০০ টাকা রোজগার হয়। আবার কোনোও কোনোও দিন পরপর বেশ কিছু সেরকম কিছুই রোজগার হয় না। এই ভাবেই দীর্ঘ সময় ধরে নিজের দু’বেলা খাবারের যোগান করে আসছেন তিনি। একেবারেই সামান্য কিছু সরকারি ভাতা পান। তবে সেই ভাতা দিয়ে আদতে কিছুই হয় না। তাও আর্থিক সমস্যা মেটাতে এই দোকান তাঁর একমাত্র ভরসা।”
advertisement
advertisement
আরও পড়ুন: চা-কে স্বাস্থ্যকর পানীয়ের তকমা! আমেরিকার স্বীকৃতিতে খুশি উত্তরের চা শিল্প
তিনি আরোও জানান, “সারাদিনে বহু মানুষ তাঁর দোকানে আসেন। বহু মানুষ তাঁকে জিজ্ঞেস করেন কেন তিনি দোকান করেন। সকলকে তিনি হাসি মুখে একটাই উত্তর দিয়ে থাকেন। পেট চালাতে এই দোকান। ছাড়া আর তো কিছু নেই।” এলাকার এক স্থানীয় বাসিন্দা অমল কুমার সাহা জানান, “দীর্ঘ সময় ধরে এখানে বৃদ্ধা এই মহিলা দোকান করেন । তবে আবহাওয়া বেশি খারাপ থাকলে তিনি আসতে পারেন না। তিনি মূলত টোটো করেই আসেন দোকান করতে। হেঁটে বাড়ি থেকে এতদূর আসতে পারেন না তিনি।”
advertisement
দীর্ঘ সময় ধরে এই মহিলা যে জীবন সংগ্রাম চালিয়ে চলেছেন। সেই বিষয়টি অনেকেই প্রশংসা করেন। তবে আগামী দিনে যদি বৃদ্ধা মহিলার কাছে সরকারি কিংবা বেসরকারি সাহায্য এসে পৌঁছত। তাহলে তাঁর অনেকটাই উপকার হত। তবে এই মহিলার রোজগার জীবনের এই সংগ্রাম কিছুটা হলেই কমে আসতো বললেই মনে করছেন বহু মানুষ।
advertisement
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
kolkata
First Published :
December 25, 2024 7:20 PM IST