অচলাবস্থা কাটেনি বক্সায়! পর্যটকদের থাকতে হবে অন্যত্র! আপনার বুকিং নেই তো?
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Suman Majumder
Last Updated:
North Bengal- ডিসেম্বরের এই সময়ে ভিড় উপচে পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থানগুলিতে। পর্যটকদের ভিড় থিক থিক করে। কিন্তু এবার এখানকার ছবি সম্পূর্ণ আলাদা।
আলিপুরদুয়ার: প্রচুর টাকা খরচ করে বক্সা জঙ্গলের পর্যটনস্থলগুলিতে আসেন পর্যটকরা। তাঁদের অন্যত্র থাকার ব্যবস্থা করিয়ে বক্সা জঙ্গলের পর্যটনক্ষেত্রগুলি ঘুরিয়ে দেখাবেন পর্যটন ব্যবসায়ীরা।
ডিসেম্বরের এই সময়ে ভিড় উপচে পড়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত পর্যটন স্থানগুলিতে। পর্যটকদের ভিড় থিক থিক করে। কিন্তু এবার এখানকার ছবি সম্পূর্ণ আলাদা। বক্সা টাইগার রিজার্ভের রিসর্ট হোমস্টে বন্ধের ওপর হাইকোর্টের স্টে অর্ডার উঠে যেতে ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল এর আগের রায় কার্যকর হয়েছে।
আরও পড়ুন- কমছে পৌষ পার্বণে বাড়িতে ভাপা পিঠে করার উৎসাহ, মাথায় হাত সরাশিল্পীদের
২৩ শে ডিসেম্বর হাই কোর্টে মামলা ওঠে তবে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে ১০ জানুয়ারি। অদ্ভুত এক অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিকে পর্যটক রাও বুঝে উঠতে পারছেন না কি হবে আগামীতে।
advertisement
advertisement
আপাতত ১০ জানুয়ারি হাইকোর্টে শুনানির দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় নেই পর্যটক ও ব্যবসায়ীদের কাছে। পর্যটকদের যাতে কোনও সমস্যার মধ্যে না পড়তে হয় তার জন্য জয়ন্তীর কিছু পর্যটন ব্যবসায়ী পর্যটকদের আলিপুরদুয়ারের হোটেল গুলিতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা শুরু করেছেন।
আরও পড়ুন- কনকনে ঠান্ডা হাওয়া, তুষারপাত, হাড় কাঁপানো শীতের মেজাজে উত্তরে, বৃষ্টি হবে কি?
পর্যটন ব্যবসায়ী অয়ন নাইডু জানান, “আদালত যা রায় দেবে তা মাথা পেতে নেব। আমরা পর্যটন ব্যবসা এমনভাবেও করিনি যাতে প্রকৃতির সমস্যা হয়। আশা রাখছি সেই বিষয়টি আদালতের বিচারপতি বুঝবেন। পর্যটকদের হয়রানি আমরা চাইনা, তাই তাঁদের অন্যত্র রেখে পর্যটন কেন্দ্রগুলি ঘুরিয়ে দেখাবার ব্যবস্থা করছি।”
advertisement
Annanya Dey
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 25, 2024 6:56 PM IST









