Jalpaiguri News: ডেঙ্গিতে নাজেহাল, তারই মধ্যে নতুন বিপদ হাজির বাংলায়! 'এই' পোকার ভয়ে কাঁপছে জলপাইগুড়ি

Last Updated:

Jalpaiguri News: মূলত ট্রম্বিকিলিড মাইট বা ক্ষুদ্র পোকার কামড় থেকেই এই রোগ ছড়ায়। জলপাইগুড়ি জেলায় জানুয়ারি থেকে এই পর্যন্ত ৫৯ জন এই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন।

স্ক্রাব টাইফাসের হানা
স্ক্রাব টাইফাসের হানা
#শান্তনু কর, জলপাইগুড়ি: ডেঙ্গির মাঝে জলপাইগুড়িতে উদ্বেগ ছড়াচ্ছে স্ক্রাব টাইফাস। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন। দুজনেই জলপাইগুড়ি শহরের বাসিন্দা। একই উপসর্গ থাকায় শহরের আরও এক বাসিন্দার রক্তের নমুনা পরীক্ষার জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
জলপাইগুড়ি জেলায় এখনো পর্যন্ত ডেঙ্গি রোগে আক্রান্ত হয়েছেন ৩৩৪১ জন। মৃত্যু হয়েছে দুই জনের। যদিও স্বাস্থ্য দফতরের দাবি গত মার্চ মাস থেকে জেলায় ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আক্রান্তের গ্রাফও নিম্নমুখী বলে দাবি স্বাস্থ্য কর্তাদের। তবে এরই মাঝে স্ক্রাব টাইফাসের উপস্থিতি নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জেলায়। জানা গিয়েছে, আক্রান্তরা শহরেরই বাসিন্দা। আক্রান্তদের মধ্যে একজন গৃহবধূও রয়েছেন।
advertisement
advertisement
মূলত ট্রম্বিকিলিড মাইট বা ক্ষুদ্র পোকার কামড় থেকেই এই রোগ ছড়ায়। জলপাইগুড়ি জেলায় জানুয়ারি থেকে এই পর্যন্ত ৫৯ জন এই পোকার কামড়ে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ জনের। মূলত চা বাগান এবং জঙ্গল সংলগ্ন এলাকায় এই রোগের প্রকোপ বেশি দেখা যায়। জলপাইগুড়ি শহরাঞ্চলে গত এক দশকে স্ক্রাব টাইফাসে আক্রান্তের কোনও নজির নেই। স্বাভাবিক ভাবেই ডেঙ্গির মাঝে নতুন করে স্ক্রাব টাইফাসের হানাদারিতে উদ্বিগ্ন পুরসভাও।
advertisement
স্বাস্থ্য দফতরের দাবি, জেলায় ডেঙ্গি পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। আক্রান্তের গ্রাফ নিম্নমুখী। নতুন করে স্ক্রাব টাইফাসে আক্রান্তের ঘটনাকে হালকা ভাবে নিচ্ছেন না স্বাস্থ্য দফতর। আক্রান্তরা শহরের যে এলাকার বাসিন্দা সেই এলাকায় স্বাস্থ্য কর্মী এবং পতঙ্গ বিশেষজ্ঞকে পাঠিয়ে আরও কেউ আক্রান্ত রয়েছেন কিনা, সেই তথ্য সংগ্রহ করছে স্বাস্থ্য দফতর। পুরসভার তরফেও স্ক্রাব টাইফাস রুখতে সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে। শহর এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জঙ্গল সাফাইয়ের উপর জোড় দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: ডেঙ্গিতে নাজেহাল, তারই মধ্যে নতুন বিপদ হাজির বাংলায়! 'এই' পোকার ভয়ে কাঁপছে জলপাইগুড়ি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement