Manik Bhattacharya: সূত্র এসে গিয়েছে হাতে, মানিকের আর 'রক্ষা' নেই! জেলে রেখেই 'খেলা' শেষ করতে চাইছে ইডি
- Written by:Amit Sarkar
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Manik Bhattacharya: গত কয়েক দিনে কয়েক দফায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপসকে। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান।
#কলকাতা: জেল হেফাজতের মেয়াদ বৃহস্পতিবার আজ বিশেষ ইডি আদালতে পেশ করা হবে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে। আজ আদালতে মানিকের বিরুদ্ধে তারই ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ানকে হাতিয়ার করতে চলেছে ইডি বলে সূত্রে দাবি।
গত কয়েক দিনে কয়েক দফায় টানা জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাপসকে। রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। সেই বয়ানকে সামনে রেখেই এদিন সওয়াল করতে চলেছেন ইডির আইনজীবী। মূলত বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে ভর্তির জন্য যে আর্থিক লেনদেন হয়েছে, তার হিসেব নিয়ে তাপসকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাতে মানিকের বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার কথা জানান তিনি, এমনই দাবি ইডির।
advertisement
advertisement
আজ মানিকের তরফে জামিনের আবেদন করা হলে, তার বিরোধিতা করা হবে ইডির তরফে। এদিকে, দিল্লির ED দফতরে হাজিরা দিয়ে ফিরলেন বীরভূমের অনুব্রত ঘনিষ্ঠ চালকল মালিক রাজীব ভট্টাচার্য।
advertisement
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ আহাম্মদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা ও চাল কল মালিক রাজীব ভট্টাচার্য অনুব্রত মণ্ডলের স্ত্রী অসুস্থ থাকার সময় বেশ কিছু টাকা অ্যাকাউন্ট মারফত লেনদেন করেছিলেন। তাকে ইডি জেরা করে দিল্লিতে এবং আজ অন্ডালের কাজী নজরুল বিমানবন্দরে এসে নামেন ED দফতরে হাজিরা দেওয়ার পর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 10, 2022 11:25 AM IST










