Nandigram: নজরে নন্দীগ্রাম, কুণালের সভায় বেনজির ঘটনা! চমক দিতে প্রস্তুত শুভেন্দু অধিকারী

Last Updated:

Nandigram: জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নামা নন্দীগ্রামের মানুষের উপর অত্যাচার, চরম নিগ্রহে প্রাণ হারানোদের স্মরণ করতেই এই আয়োজন।

যুযুধান
যুযুধান
#নন্দীগ্রাম: উপলক্ষ ১০ নভেম্বর স্মরণ। আর সেই উপলক্ষ্যেই নন্দীগ্রামে বৃহস্পতিবার পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা জানানোর কর্মসূচি তৃণমূল এবং বিজেপি প্রভাবিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির। সেই উপলক্ষে নন্দীগ্রামের গোকুলনগরের করপল্লীতে দুপক্ষের মঞ্চ বাঁধা হয়েছে। মঞ্চ বাঁধা হয়েছে দশ ফুট দুরত্ব রেখে। তবে দুপক্ষের স্মরণ সভা হবে আলাদা আলাদা সময়ে। যেখানে তৃণমূল প্রভাবিত ভুমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভা হবে সকালে। সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সভা হবে বিকেলে। তবে শুভেন্দু সভার আগে তেখালি থেকে তিন কিলোমিটার রাস্তায় পদযাত্রা ও মিছিল করবেন বলে জানা গিয়েছে। এদিকে, সকালে তৃণমূলের অনুষ্ঠানে মঞ্চে কোন কোন নেতা থাকবেন, তা নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষের সামনে বিশৃঙ্খলা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে হুঁশিয়ারি পর্যন্ত দিতে হয় কুণালকে।
জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নামা নন্দীগ্রামের মানুষের উপর অত্যাচার, চরম নিগ্রহে প্রাণ হারানোদের স্মরণ করতেই এই আয়োজন। জানা গিয়েছে, তৃণমূলের সকালের আয়োজনে থাকছেন কুণাল ঘোষ, তাপস রায়, তন্ময় ঘোষরা। অন্যদিকে বিকেলের কর্মসূচি হবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে।
advertisement
advertisement
উল্লেখ্য, আজ থেকে দেড় দশক আগে আজকের দিনেই নন্দীগ্রামে জমি আন্দোলনে নেমে আন্দোলনকারীদের মৃত্যু, আহত এবং নিঁখোজ হওয়ার ঘটনা ঘটেছিল। আর আজকের দিনেই সিপিএম নেতা বিমান বসুর সেই বহু চর্চিত উক্তি 'নন্দীগ্রামের নতুন সূর্যোদয়' শোরগোল ফেলেছিল।
দু'বছর আগে শুভেন্দু অধিকারী দল ছাড়ার আগে পর্যন্ত আজকের দিনে একটাই স্মরণ সভা আয়োজিত হয়ে এসেছে। কিন্তু শুভেন্দুর তৃণমূল ছাড়ার পর থেকে এভাবেই পৃথক পৃথক ভাবে কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এদিকে, একই দিনে একই উপলক্ষ্যে এক জায়গায় দুপক্ষের দুটি কর্মসূচি আয়োজন ঘিরে নন্দীগ্রাম জুড়েই তৎপরতা শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নজরে নন্দীগ্রাম, কুণালের সভায় বেনজির ঘটনা! চমক দিতে প্রস্তুত শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement