Birbhum News: গরু, কয়লা পাচারের বীরভূমে এ কোন নতুন চক্র! প্রতারণা দেখে চমকে উঠছে পুলিশও
- Written by:Supratim Das
- Published by:Suman Biswas
Last Updated:
Birbhum News: ফের নকল সোনার কয়েন চক্রের মাথারা বীরভূম পুলিশের জালে।
#সাঁইথিয়া: প্রতারণা করার আগেই বীরভূমের সাঁইথিয়া থানার পুলিশের কাছে ধরা পড়ে প্রতারক । গত ৫ ই নভেম্বর ফোন করে ডেকে প্রতারণার ফাঁদ পেতেছিল প্রতারক শেখ জালালউদ্দিন। তবে প্রতারণার আগেই প্রতারক হাতে নাতে ধরা পড়ে সাঁইথিয়া থানার পুলিশের কাছে। তাকে গ্রেফতার করে সাঁইথিয়া থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে উদ্ধার হয় ৩১০ টি নকল সোনার কয়েন ও সঙ্গে নগদ কিছু টাকা।
বীরভূমের সাঁইথিয়া সহ বিভিন্ন এলাকায় নকল সোনার কয়েন দেখিয়ে প্রতারণা করার চক্র সক্রিয় দীর্ঘদিন ধরেই। এর আগেও বীরভূমের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে নকল সোনার কয়েন । গ্রেফতার হয়েছে বেশ কিছু প্রতারকও । ঠিক সেই মতো এবারও অভিযান চালিয়ে সফল সাঁইথিয়া থানার পুলিশ । গত ৫ নভেম্বর ফোন করে ডেকে প্রতারণার ফাঁদ পেতে ছিল প্রতারক শেখ জালালউদ্দিন । তবে প্রতারণার আগেই প্রতারক হাতে নাতে ধরা পড়ে সাঁইথিয়া থানার পুলিশের কাছে ।
advertisement
advertisement
তাকে আটক করে সাঁইথিয়া থানার পুলিশ ।পরে তাকে গ্রেফতার করে , আদালতে তুলে পাঁচ দিনের জেল হেফাজতে নেয় পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর প্রতারক শেখ জালালউদ্দিনের কথা মতো বাতাসপুর রেলস্টেশন পল্লী থেকে উদ্বার হয় ৩১০ টি নকল সোনার কয়েন ও নগদ কিছু টাকা। জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানান , " পুলিশের আগে থেকেই নজরে ছিল প্রতারকদের গতি বিধি । খবর ছিল সাঁইথিয়ায় পাতা হয়েছে প্রতারণার নতুন ফাঁদ । সেই মতো প্রতারকদের ধরার সুযোগে ছিল পুলিশ । প্রতারকদের ফোন আসতেই পুলিশ পৌঁছে যায় প্রতারকদের কাছে । গ্রেফতার করে শেখ জালালউদ্দিন নামে এক ব্যক্তি কে । তার কাছ থেকে উদ্ধার হয় ৩১০ টি নকল সোনার কয়েন ও সঙ্গে নগদ কিছু টাকা। "
advertisement
সাঁইথিয়া থানার ওসি প্রসেনজিত দত্ত জানান, ''এর আগেই আমরা এই ধরনের চক্রের হদিস পেয়ে , তাদের গ্রেফতার করেছি। এই ধরনের বন্ধ করতে এলাকায় ব্যাপক প্রচার শুরু হয়েছে।''
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 10, 2022 9:37 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: গরু, কয়লা পাচারের বীরভূমে এ কোন নতুন চক্র! প্রতারণা দেখে চমকে উঠছে পুলিশও










