Chit Fund Case: বিরাট খবর! এবার চিটফান্ড কাণ্ডে তৃণমূল নেতাকে তলব CBI-এর! তোলপাড় বাংলা
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Chit Fund Case: অভিযোগ, উত্তরবঙ্গ জুড়ে এজেন্ট নিয়োগ করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল এই সংস্থা।
#শান্তনু কর, জলপাইগুড়ি: চিটফান্ড কান্ডে এবার জলপাইগুড়ির ময়নাগুড়ির তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়াকে তলব করল সিবিআই। ময়নাগুড়িতে শিবশঙ্কর এগ্রোভেট লিমিটেড নামে একটি চিটফান্ড সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন শশাঙ্ক রায় বসুনিয়া। সারদা কেলেঙ্কারি সামনে আসার পর রাতারাতি ঝাঁপ বন্ধ হয়ে যায় শিব শঙ্কর এগ্রোভেটের।
অভিযোগ, উত্তরবঙ্গ জুড়ে এজেন্ট নিয়োগ করে গ্রাহকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিল এই সংস্থা। এই নিয়ে মামলাও করেন একাধিক গ্রাহক। সেই সূত্র ধরেই সিবিআই তলব বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, সিবিআই নোটিশ পেয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন শশাঙ্ক রায় বসুনিয়া।
advertisement
advertisement
শুক্রবার সিবিআই দফতরে হাজির হবেন তিনি। এ ব্যাপারে শশাঙ্ক রায় বসুনিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তাঁর স্ত্রী মাধবডাঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মীরা রায় বসুনিয়া জানান, শিব শঙ্কর এগ্রোর সাধারণ এজেন্ট হিসেবে যুক্ত ছিলেন তাঁর স্বামী। সিবিআই তলব পেয়েছেন। হাজিরা দিতে কলকাতায় যাবেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 10, 2022 11:39 AM IST