West Bengal news: রাত বাড়তে নূপুরের ছমছম শব্দ! ভূতের আতঙ্কে হস্টেল ছেড়ে বাড়ির পথে ছাত্রীরা
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal news: ভূতের আতঙ্ক ছড়াতেই স্কুলের হস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছে ছাত্রীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের ছাত্রী হস্টেলে।
দক্ষিণ দিনাজপুর: ভূতের আতঙ্ক ছড়াতেই স্কুলের হস্টেল ছেড়ে বাড়ির দিকে পা বাড়াচ্ছে ছাত্রীরা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের কালিকাপুর হাই স্কুলের ছাত্রী হস্টেলে। এই হস্টেলে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণী ছাত্রীরা থাকে। হস্টেলে বিগত কয়েকদিন ধরে সন্ধ্যা নামতেই ছাত্রীরা নানা ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে বলে দাবি। আর এতেই গুজব ছড়ায় কেউ বলে নূপুরের আওয়াজ কেউ মানুষের গলার অস্বাভাবিক আওয়াজ। আর মুহূর্তের মধ্যে এমন গুজব ছড়াতেই হস্টেল জুড়ে তৈরি হয়েছে থমথমে আতঙ্কের পরিবেশ।
কয়েক দিনের এই ভৌতিক পরিবেশের সাক্ষী থাকায় অবশেষে দুপুর থেকেই ব্যাগপত্র গুটিয়ে বাড়ির উদ্দেশে পা বাড়াতে শুরু করেছে ছাত্রীরা। ছাত্রীদের মধ্যে আতঙ্ক কাটাতে স্কুল কর্তৃপক্ষ, এলাকার লোকজন, ছাত্রীদের অভিভাবক এবং শিক্ষা বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিজ্ঞান মঞ্চের সদস্যরা ডেকে একটি বৈঠক করেন। কিন্তু ওই জরুরী বৈঠক করার পরেও আতঙ্ক কাটেনি। ছাত্রীদের মনে যে ভুল ধারণা তা বের করা যায়নি। বরং আরও জাঁকিয়ে বসেছে ওই আতঙ্ক।
advertisement
advertisement
জানা গিয়েছে, এখন অবস্থা আরও জটিল হচ্ছে। কারণ সেখানের ছাত্রী এবং অভিভাবকদের বিশ্বাস ওই অস্বাভাবিক এবং অশরীরী শক্তি তাদের ক্ষতি করতে চাইছে। সেখানে আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে পড়ুয়ারা হস্টেলে থাকতে ভয় পাচ্ছে। যার ফলে স্কুল হস্টেল থেকে চলে যাওয়া আটকানো যায়নি। এদিন বেশ কিছু ছাত্রী তাদের ব্যাগপত্র নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছে। অত্যাধুনিক যুগেও ভূতের আতঙ্কে হস্টেল ছেড়ে ছাত্রীদের চলে যাবার ঘটনা সামনে আসতেই জেলা জুড়ে আলোড়ন পড়েছে ইতিমধ্যেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 11, 2025 5:22 PM IST









